Site icon The News Nest

লিঙ্গ-বয়স ভুল! কণিকার করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে প্রশ্ন গায়িকার পরিবারের

konika kapoor NEW

ওয়েব ডেস্ক: বলিউডের খ্যাতনামা গায়িকার কণিকা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবরে আপাতত সরগরম গোটা দেশ। তবে তার থেকেও বেশি আলোচনায় উঠে আসছে তাঁর দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ, লন্ডন থেকে ফিরে ৩০০ জনের পার্টি করা, ঘুরে বেড়ানো, হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার সহ হাজারো তথ্য। এসবের মাঝেই কণিকার রিপোর্ট কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুললো গায়িকার পরিবার।

আরও পড়ুন: সচেতনতা তলানিতে! কাঁসর-ঘণ্টা নিয়ে পথে জনতা, উঠল ‘জয় মা করোনা’ ধ্বনি

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিপোর্টে লিঙ্গ এবং বয়স-সহ কণিকার বেশ কিছু ব্যক্তিগত তথ্য ভুল দেওয়া রয়েছে।যেমন,  কণিকার আসল বয়স ৪১ হলেও রিপোর্টে লেখা রয়েছে ২৮। শুধু তাই নয়, কণিকার পরিবারের দাবি, মেডিকাল রিপোর্টে কণিকার লিঙ্গও লেখা হয়েছে ‘মেল’ অর্থাৎ পুরুষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: হাসপাতালে চাই ৫ স্টার হোটেলের সুবিধা, ফের বিতর্কে ‘বেবি ডল’ কণিকা কাপুর

 

 

 

উল্লেখ্য, গত ৯মার্চ লন্ডন থেকে মুম্বই ফিরে আসেন কণিকা। ১৪ দিনের হোম কোয়রান্টিনের নির্দেশ অমান্য করে ১১ তারিখ তিনি হোমটাউন লখনউ উড়ে যান। যোগ দেন বেশ কিছু পার্টিতেও। এর পরেই গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে লখনউ-এর কিং জর্জ মেডিকাল কলেজে ভর্তি হন তিনি।

Exit mobile version