Site icon The News Nest

সঠিক সময়ে লকডাউনের সিদ্ধান্ত, কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ WHO

coronavirus bengaluru pti

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় বিশ্বকে পথ দেখাবে ভারত, এই সার্টিফিকেট আগেই দিয়েছিলেন WHO-এর শীর্ষ কর্তা মাইকেল জে রায়ান। এবার খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোজ আধানম গেবিয়াসেস (Tedros Adhanom) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। লকডাউনে দেশের গরিবদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজ বিশ্বের সব উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হতে পারে। এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় বিপুল সাহায্য, নিন্দুকদের মুখে ঝামা ঘসলেন কিং খান

যত দ্রুত লকডাউন, তত দ্রুত মুক্তি— করোনাভাইরাসের মোকাবিলায় বার বার এই বার্তা দিয়েছে হু। কিন্তু অনেক দেশই সে কথা কার্যত কানে তোলেনি। যখন পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে, তখন ঘোষণা হয়েছে লকডাউন। কিন্তু তখন পরিস্থিতি চলে গিয়েছে হাতের বাইরে। চোখের সামনে উদাহরণ ইটালি, আমেরিকা। ভারতের লকডাউনের সিদ্ধান্তকে দরাজ সার্টিফিকেট দিয়ে হু-এর বিশেষ কোভিড ১৯ দূত ডেভিড নাবারো বলেছেন, ‘‘ভারত বহুবার নজির সৃষ্টি করেছে। এ ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ করা হয়েছে।’’ চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, ‘এখন দোষারোপের সময় নয়’।

আরও পড়ুন: লকডাউন কাটলে বেছে- বেছে আন্তর্জাতিক বিমান চালানো হবে, জানাল কেন্দ্র

ভারতের লকডাউন নিয়ে নাবারো বলেছেন, ‘‘ভারত বহু ক্ষেত্রে নজির সৃষ্টি করে নেতৃত্ব দিয়েছে। তথ্য ও বার্তা পৌঁছে গিয়েছে পঞ্চায়েত স্তরে, যেটা অত্যন্ত কার্যকর। আমি এমন বিজ্ঞাপন দেখেছি, যেখানে অমিতাভ বচ্চন বলছেন, কি করা উচিত। ভারত খুব দ্রুত পদক্ষেপ করেছে।’’

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রুখতে তিন সপ্তাহের লকডাউন কি যথেষ্ট? এই সময়সীমা কি আরও বাড়ানো উচিত। এই প্রশ্নে নাবারোর জবাব, ‘‘যে সব হটস্পট (করোনাভাইরাস সংক্রমণের) রয়েছে, সেগুলির তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে সরকার ব্যবস্থা নিতে পারে। হটস্পটগুলিকে বাদ দিয়ে বাকি এলাকায় লকডাউন তুলে নিতে পারে। লকডাউনের সময় বাড়ালে দুর্গতি আরও বাড়বে ঠিকই, কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যেটা দরকার, সরকারের উচিত সেটাই করা।’’

আরও পড়ুন: আগামীকাল সকালে ন’টায় দেশবাসীকে বার্তা দেবেন নমো, তুঙ্গে কৌতূহল

Exit mobile version