Site icon The News Nest

হাসপাতালে চাই ৫ স্টার হোটেলের সুবিধা, ফের বিতর্কে ‘বেবি ডল’ কণিকা কাপুর

kanika kapoor 9

লখনউ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড গায়িকা কণিকা কাপুর। ভর্তি রয়েছেন লখনউয়ের হাসপাতালে। শনিবার সকালে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ জানিয়ে দিল, রোগ লুকোনোয় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে কণিকার বিরুদ্ধে।

আরও পড়ুন:ভয়াবহ পরিস্থিতি! করোনা-মৃত্যুতে ফের রেকর্ড, ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত ৭৯৩

লন্ডন থেকে মুম্বইয়ে পা রাখার পর বলিউড গায়িকা কেন নিজেকে আইসোলেশনে রাখেননি? তা নিয়ে শুরু হয় বিস্তর বিতর্ক ৷ তারপরই কণিকার দেহে করোনা ভাইরাস পাওয়া পর থেকেই সেই বিতর্ক চরমে ওঠে ৷ এই অবস্থায় কেন কণিকা নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন, কেন পার্টি করেছেন তা নিয়ে প্রচুর জলঘোলা হয়৷ রীতিমতো দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন কণিকা এই বলে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে ৷

আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কণিকা৷ আর এই হাসপাতালেই তাঁর ব্যবহার নিয়ে রীতিমতো ক্ষুব্ধ চিকিৎসক থেকে নার্স সবাই ৷ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ কণিকা খুবই খারাপ ব্যবহার করছেন হাসপাতালের স্টাফদের সঙ্গে ৷ গায়িকার চাহিদা দিন দিন বাড়ছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ কণিকা হাসপাতালে ফাইভ স্টার হোটেলের সুবিধা চাইছেন ৷ বেশি গদিওয়ালা বিছানা, সুন্দর চাদর, দারুণ খাবার এবং সঙ্গে ২৪ ঘণ্টা তাঁর চাই ওয়াইফাই ৷

আরও পড়ুন:Janata Curfew: আজকের পদক্ষেপ আগামীদিনে সাহায্য করবে, সাত সকালে টুইট মোদীর

হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে এমনিতেই অন্যান্য রোগীর থেকে কণিকা বেশি সুবিধা পাচ্ছেন ৷ তিনি যদি হাসপাতালের কর্মীদের সঙ্গে সঠিক ব্যবহার না করেন, তাহলে চিকিৎসা করা কঠিন হয়ে পড়বে ৷ শনিবার হাসপাতালের ডিরেক্টর আরকে ধীমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘হাসপাতালের সবচেয়ে সেরা সুবিধা কণিকা কাপুর পাচ্ছেন।তাঁকে এখানে এভাবেই থাকতে হবে। তারকাসুলভ ব্যবহার করলে আমাদের পক্ষে চিকিৎসা করা কঠিন হয়ে পড়বে।নিজের স্বার্থের জন্যই তাঁর উচিত আমাদের সঙ্গে সহযোগিতা করা।’

 

 

 

 

তিনি আরো বলেন, ‘কণিকাকে এখন হাসপাতাল থেকে গ্লুটেন ছাড়া খাবার দেওয়া হচ্ছে। এছাড়া তাঁকে একটা এসি রুম দেওয়া হয়েছে, তাতে লাগোয়া বাথরুম ও আছে। অত্যন্ত ভালো ভাবে তাঁর দেখভাল করা হচ্ছে। কিন্তু কণিকাকে তারকাসুলভ ব্যবহার করা বন্ধ করতে হবে এবং একজন রুগীর মত থাকতে হবে।’

 

Exit mobile version