Site icon The News Nest

হুহু করে বাড়ছে করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ১৬ এবং ১৭ জুন বৈঠক করবেন মোদী

Modi

ওয়েব ডেস্ক: হুহ করে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারই প্রথম বার দশ হাজারের বেশি দৈনিক কেস রিপোর্ট হয়েছে ভারতে। মৃত্যুহারও প্রায় তিন শতাংশ। আনলক ১-এ ধীরে ধীরে সব বিধিনিষেধ উঠে যাচ্ছে। ফলে আরও কেসের সংখ্যা বাড়বে এমনটাই আশঙ্কা। এই প্রেক্ষাপটে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন : মিডডে মিলের সঙ্গে স্কুলপড়ুয়াদের মাস্ক ও সাবান দেবে মমতার সরকার, জেনে নিন কবে থেকে

আগামী ১৬ ও ১৭ জুন দুই ব্যাচে তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। বাংলার পালা পড়েছে ১৭ তারিখ যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মত জানাবেন। এটা মনে করা হচ্ছে আনলক ১ এর দ্বিতীয় পর্যায় কবে ও কীভাবে শুরু করা যায়, সেই নিয়ে আলোচনা হবে। এখনও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়নি। চালু হয়নি মেট্রো ও লোকাল ট্রেন। মারাত্মক সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। সোশ্যাল ডিস্টেন্সিং চুলোয় দিয়ে মানুষ যানবাহনে উড়ছেন। এই সব ইস্যু নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। 

যেভাবে বিভিন্ন রাজ্যে কেসের সংখ্যা বাড়ছে, অনেক জায়গায় বেডের আকাল দেখা দিতে পারে। সেই পরিপ্রেক্ষিতে ভারকের কোভিড রণনীতি কী হবে, সেই নিয়ে শলা-পরামর্শ করবেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যে ধাপে ধাপে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মোদী। একটি বৈঠকে তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত কেন্দ্রকে তুলোধোনা করেন। বুধবারের বৈঠকে কী হয়, এদিকেই সবার নজর থাকবে।

 আরও পড়ুন : তিন মাস পর খুলল কলকাতা হাইকোর্ট, অনুপস্থিত আইনজীবীরা

Exit mobile version