Site icon The News Nest

পরীক্ষা ছাড়াই সিবিএসই-র দশম, দ্বাদশ পড়ুয়াদের উত্তীর্ণ করা হোক, কেন্দ্রকে আর্জি দিল্লির

নয়াদিল্লি: সিবিএসই পরীক্ষা এখনও অনিশ্চিত। করোনাভাইরাস সংক্রমণ ও তার জন্য লকডাউনের জেরে স্থগিত রয়েছে পরীক্ষা। এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলের ইন্টারনাল পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই রেজাল্ট বের করা হোক। মঙ্গলবার কেন্দ্রের কাছে এমনই দাবি জানিয়েছে দিল্লি সরকার। টুইট করে এমন দাবি তুলেছেন দিল্লির শিক্ষামন্ত্রী মনিশ সিসোদিয়া।

যেহেতু সিবিএসই দেশব্যাপী করোনা সঙ্কটের কারণে পরীক্ষা নিতে পারেনি, তাই এই আর্জি জানানো হয়েছে । এর পাশাপাশি সমস্ত ক্লাসের সিলেবাস ৩০ শতাংশ হ্রাস করার আবেদনও জানিয়েছে দিল্লি সরকার। একই সঙ্গে জেইই, এনইইটি ও অন্যান্য উচ্চশিক্ষার পরীক্ষার ক্ষেত্রেও কোর্স ছোট করার আবেদন জানানো হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন।

আরও পড়ুন: এবার ভারতেই তৈরি হবে করোনা টেস্ট কিট ও ভ্যাকসিন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

মনীশ সিসোদিয়া জানান, ‘‘কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কজি ও দেশের অন্যান্য শিক্ষামন্ত্রীদের সঙ্গে আজ একটি বৈঠকে যোগ দিয়েছিলাম। সেখানে এই আর্জিগুলি জানিয়েছি।” তিনি আরও জানান, ‘‘সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সম্পন্ন করা সম্ভব নয়। তাই তাদের নবম ও একাদশ শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাস করানো হোক।”

দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া একই সঙ্গে দাবি করেছেন, জয়েন্ট এন্ট্রান্স থেকে এনইইটি-সহ সব পরীক্ষার জন্যই সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হোক। তিনি জানিয়েছেন, মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের সঙ্গে তিনি বৈঠক করেন। সেখানে মনিশ সিসোদিয়া ছাড়াও অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রীরা হাজির ছিলেন। সেই বৈঠকেই কেন্দ্রকে এই সব পরামর্শ দিয়েছেন মনীশ।

আরও পড়ুন: করোনার আবহে আসছে মারাত্মক সাইক্লোন! পূর্বাভাসে বিপর্যয়ের আশঙ্কা

Exit mobile version