Site icon The News Nest

IBPS Clerk Recruitment 2022: ৭ হাজারের বেশি শূন্যপদ ব্যাঙ্কে, জানুন আবেদনের Direct Link

ibps

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করল ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। আজ, ১ জুলাই থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে চাইলে ibps.in লগ ইন করুন। ২১ জুলাই আবেদনের শেষ তারিখ।

IBPS Clerk Recruitment 2022: পরীক্ষার দিনক্ষণ

৭ হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হবে। প্রিলিম এবং মেইন পরীক্ষার পর নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। প্রিলিম পরীক্ষা ২৮ আগস্ট, ৩ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর হওয়ার কথা। মেইন পরীক্ষা ৮ অক্টোবর। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। যা ১০০ নম্বরের হবে।

আরও পড়ুন: Summer Vacation in Bengal: আরও বাড়ল গরমের ছুটি, নয়া বিজ্ঞপ্তি জারি স্কুলশিক্ষা দফতরের

কীভাবে আবেদন করবেন

– অফিসিয়াল ওয়েবসাইট ibps.in -এ লগ ইন করুন।
– হোমপেজে ক্লার্ক রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করুন।
– বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি স্ক্রিনে দেখতে পাবেন।
– বিজ্ঞপ্তি ডাউনলোড কররে আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
– নিজের বিবরণ, নথি এবং ফটো সাইন আপলোড করুন।
– ফি জমা করে ফাইনাল সাবমিট করুন।

কারা আবেদন করতে পারেন? 

স্নাতক পাশ করা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। চাকরিপ্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে থাকা বাঞ্চনীয়। ৮৫০ টাকা আবেদনমূল্য। অসংরক্ষিত শ্রেণিতে আবেদনমূল্য ১৭৫ টাকা।

আবেদন করুন এই লিঙ্কে- https://ibpsonline.ibps.in/crpcl12jun22/

আরও পড়ুন: School Teachers: কোচিং সেন্টারে বা ঘরে পড়ানো যাবে না, শিক্ষকদের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের শিক্ষকদের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের

Exit mobile version