Site icon The News Nest

ICSE, ISC বোর্ডের ফলাফল ঘোষণা হবে আগামিকাল

icse scaled

শনিবার প্রকাশিত হবে আইসিএসই এবং আইএসসি-র ফল। দুপুর ৩টেয় এই ফল ঘোষণা করবে সিআইসিএসই।

পড়ুয়ারা পরীক্ষার ফল জানতে পারবেন results.cisce.org এবং cisce.org থেকে। এ ছাড়াও এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন তাঁরা। তার জন্য পড়ুয়াদের ইউনিক আইডি পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। ICSE/ISC লিখে স্পেস দিয়ে ইউনিক আইডি দিতে হবে। তার পর ওই নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সেই মতো ২৪ জুলাই ফল প্রকাশ করতে চলেছে কাউন্সিল। কোভিড পরিস্থিতির জন্য এ বছর আইএসসিই এবং আইএসসি-র পরীক্ষা বাতিল হয়ে যায়। তার পরই মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কাউন্সিল।

আরও পড়ুন: HS Results 2021: মাধ্যমিকে পঞ্চম -উচ্চ মাধ্যমিকে ‘প্রথম’ – চিকিৎসক হওয়ার স্বপ্ন রুমানা সুলতানার চোখে

গত দু’বছর ধরে বাতিল হয়ে গিয়েছে আইসিএসই, আইএসসি বোর্ডের পরীক্ষা। ২০২০ সালে এবং ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা দিতে পারেনি পড়ুয়ারা। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তি করে এবার নম্বর দেওয়া হবে।

কিছুদিন আগেই আইসিএসই, আইএসসি বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রকাশ পেয়েছে। সেখানেও ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তি করে এবার নম্বর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।

আরও পড়ুন: পাশ করেছে সবাই, প্রথম ৭৯ জন,মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট

Exit mobile version