Site icon The News Nest

WBJEE results 2020: কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফল, জেনে নিন কীভাবে রেজাল্ট দেখবেন…

delhi university du admissions

Students fill forms for admission at Ramjas College, in Delhi University on the first day of admission , on Friday, June 28, 2019. Express photo by Abhinav Saha

দ্রুত ফলপ্রকাশের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতিতে তা সম্ভবপর হয়নি। অবশেষে পরীক্ষার ছ’মাস পর প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আজ দুপুর ১টায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examinations Board)। আর দুপুর আড়াইটের পর  www.wbjeeb.in  এবং  www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। প্রথম দশজনের নাম নিয়ে একটি মেধাতালিকা প্রকাশিত হতে পারে। কাউন্সেলিংও হবে অনলাইনে।

আরও পড়ুন: UPSC:মুসলিম প্রাথীদের উজ্জ্বল সাফল্য, ছাড়িয়ে গেল গতবারের ফলকেও, দেখে নিন তালিকা

কীভাবে পরীক্ষার ফল (WBJEE Result 2020) দেখবেন?

১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (wbjeeb.nic.in) যান।

২) WBJEE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩) নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit করুন।

৪) স্ক্রিনে আপনার রেজাল্ট (WBJEE Result 2020) দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

এছাড়াও wbjeeb.in সাইটে গিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এবার এই পরীক্ষায় অংশ নেন প্রায় ৭৬ হাজার পরীক্ষার্থী। ফল প্রকাশের পর খুব তাড়াতাড়ি শুরু হবে ই কাউন্সেলিং। কলেজ আর বিষয় বাছাইয়ের পর্ব।এবারই প্রথম অনলাইনে কাউন্সেলিং হবে। পাশাপাশি, আগে ভর্তির জন্য কলেজগুলিতে পৌঁছে প্রার্থীদের রিপোর্টিং করতে হত। এবার সেটাও হবে ভার্চুয়ালি। তবে কাউন্সেলিং প্রক্রিয়া অনেক চমক থাকবে বলে দাবি করছেন বোর্ড এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা। কিন্তু এখনই সে বিষয়ে মুখ খুলতে রাজি নন তাঁরা। সবটাই জানা যাবে ফলাফল প্রকাশের পর।

আরও পড়ুন: সংখ্যালঘু মেধাবীদের জন্য নয়া ৩টি বৃত্তি ঘোষণা করল মমতা সরকার

 

Exit mobile version