Site icon The News Nest

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হস্তিশাবকের মৃত্যু,স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় অন্য হাতিরা

The News Nest: জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি হস্তিশাবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয়দের তৎপরতায় আরও হাতির মৃত্যুর কবল থেকে রক্ষা পায়। 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া পূর্ব মাদারিহাট গ্রামের একটি সুপুরি বাগানে একদল হাতি ঢুকে তাণ্ডব শুরু করে। টেনে টেনে গাছ ভাঙতে শুরু করে তারা। তখনই বিদ্যুতের তারের ওপর পড়ে একটি গাছ। তাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। 

আরও পড়ুন : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ নবান্নে সর্বদল বৈঠক, দিলীপ ,বিমান, মান্নাদের সঙ্গে এক টেবিলে মমতা

সেই তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় এক হস্তিশাবকের। হাতির শাবক বিপদে পড়লে সাধারণত সাহায্য করতে আসে দলের অন্য সদস্যরা। কিন্তু এক্ষেত্রে তেমনটা হলে আরও হাতির মৃত্যু অবধারিত ছিল। তাই গ্রামবাসীরা প্রাণপণে হাতিগুলিকে তাড়া করেন। এতে আরও মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে। 

এইভাবে হাতি মৃত্যুর খবর প্রথম নয়। কখনও বিদ্যুতের তারে, কখনও ট্রেন কিংবা মালগাড়ির ধাক্কায় বহুবার হাতি মরেছে। তাতে কিছু বদলায় না। হাতি নিয়ে তেমন একটা রাজনীতিও জমে না। স্বঘোষিত গোরক্ষদের কি হাতির প্রতি কোনও প্রেমই নেই। নাকি এর রাজনৈতিক ভ্যালু খুব একটা নেই বলে কেউ তেমন উৎসাহী নয়।

আরও পড়ুন : কোভিড রোগীকে ফেরালে লাইসেন্স বাতিল বেসরকারি হাসপাতালের, নির্দেশিকা জারি রাজ্যের

Exit mobile version