Site icon The News Nest

Sushant Singh Rajput: মাদক মামলায় ছাড় পেলেন না রিয়া ও তাঁর ভাই, খসড়া চার্জশিটে রয়েছে দু’জনেরই নাম

sushant singh

মাদক মামলায় ছাড় পেলেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakroborty)এবং তাঁর ভাই শৌভিক । নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)(NCB) বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে(Mumbai Special Court) খসড়া চার্জশিট(Chargesheet) পেশ করেছে ।সুশান্ত সিংহ রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যু পরবর্তী মাদক মামলায় পেশ করা এই চার্জশিটে রিয়া, শৌভিকের নাম রয়েছে।

আরিয়ান মামলায় এনসিবির মুখ পোড়ার পর সুশান্ত মাদক মামলা নিয়ে বেশ চাপে ছিল কেন্দ্রীয় সংস্থা। তবে বুধবার মুম্বইয়ের আদালতে এই মামলার যে ড্রাফট চার্জ পেশ করেছে এনসিবি সেখানে নাম রয়েছে রিয়া, শৌভিকের। সরকারি আইনিজীবী অতুল সরপান্ডে আদালতকে জানান, চার্জশিটে যে সকল (৩৩ জন) অভিযুক্তের নাম রয়েছে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য তথ্য-প্রমাণ পেশ করল কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন: Longest Kiss: টানা ৪ মিনিট ঠোঁটে ঠোঁট! এটিই বলিউডের প্রথম চুম্বনদৃশ্য

প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্তের দেহ। সেই মামলার তদন্ত করছে সিবিআই। এর সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) এবং এনসিবি আলাদা ভাবে তদন্ত শুরু করে। মাদক যোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করে এনসিবি। প্রায় এক মাস পর বম্বে হাই কোর্টের নির্দেশে ছাড়া পান তিনি। রিয়ার ভাই-সহ একাধিক ব্যক্তিকে মাদক কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁরাও বর্তমানে জামিনে রয়েছেন।

বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে সরকার পক্ষের আইনজীবী রিয়া এবং শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে মাদক সেবন এবং সুশান্তের জন্য মাদক কেনার অভিযোগে চার্জ গঠনের আবেদন জানান। তিনি জানান, সব অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা করা যায়নি। কারণ, অনেকে আবার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। সেই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত আদালত চার্জ গঠন করবে না। আগামী ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই শুনানিতেই চার্জ গঠনের বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন সরকার পক্ষের আইনজীবী। শুনানিতে বুধবার আদালতে উপস্থিত ছিলেন রিয়া ও শৌভিক।

আরও পড়ুন: Shehnaaz Gill: কনের সাজে ধরা দিলেন শেহনাজ, আবেগে ভাসলেন সিডনাজের ফ্যানেরা

 

Exit mobile version