Site icon The News Nest

সাদা-কালোয় রহস্যময়ী মিথিলা এবার হলেন জীবনানন্দের ‘অরুণিমা সান্যাল’

mithila

মিথিলার রূপে মুগ্ধ এপার বাংলা থেকে ওপার বাংলা। তাঁর স্নিগ্ধতায় মিশে গিয়েছে কবিতার ছন্দ। বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই বাংলাদেশি সুন্দরী। মিথিলার লাবণ্যে মন জুড়িয়ে যায় নেটিজেনের। ভক্তদের চোখ ধাঁধায় তাঁর খোলা চুলে। সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন এক পোস্টেই। রফিয়ত রশিদ মিথিলা। নাম শুনলে উত্তেজিত হয় ওঠে ভক্তমহল।

আরও একবার সোশ্যাল মিডিয়া উত্তাল রফিয়ত রশিদ মিথিলার ছবিতে। গত অগস্টে মিথিলা হয়ে উঠেছিলেন জীবনানন্দের বনলতা সেন। সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে স্নিগ্ধ আলোর মতো ফুটে উঠেছিলেন রঙিন শাড়িতে। তাঁর খোলা চুল হয়ে উঠেছিল তাঁর আবরণ। ‘পাখির নীড়ের মতো চোখ’ না তুলেই অদ্ভুত মায়া ছড়িয়েছিলেন ফ্রেম জুড়ে।

আরও পড়ুন: বছর শেষে মামার বাড়ির আইবুড়ো ভাত, শুরু হয়ে গেল ‘গুনগুন’ তৃণার বিয়ের অনুষ্ঠান

সেই সাহসী ছবিতে এক দিকে নেটাগরিকদের ঢালাও প্রশংসার বন্যা, ‘আপনাকে বনলতা সেনের চেয়েও সুন্দর লাগছে।’ মিথিলা সেদিন জানিয়েছিলেন, আবারও তিনি ফিরে আসবেন একই ভাবে। একই সাজে। জীবনানন্দের অন্য কোনও কবিতার ‘নারী’ হয়ে।

পৌষের শীতে তিনি ফিরলেন অরুণিমা সান্যাল হয়ে। একই ভাবে, একই সাজে। পার্থক্য একটাই। এ বারের সাজে কোনও রং নেই। সাদা-কালোর ফ্রেমে মিথিলা শুধুই তাঁর প্রিয় কবির কবিতার চিরন্তনী নারী।

আরও পড়ুন: গোপনে বিয়ে! সপরিবারে জয়পুরে হাজির রণবীর-আলিয়া, রয়েছেন দীপবীরও 

Exit mobile version