Site icon The News Nest

Bigg Boss OTT 2: এলভিস যাদব জিতলেন ‘বিগ বস ওটিটি ২’, পেলেন নগদ ২৫ লক্ষ টাকা

elvish yadav

শেষ হল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি ২’ (Bigg Boss OTT 2)। সঞ্চালক সলমন খান ঘোষণা করলেন বিজয়ীর নাম। সেরার শিরোপা উঠল এলভিস যাদবের (Elvish Yadav) মাথায়। পেলেন ‘বিগ বস’ ট্রফি (Bigg Boss Trophy) এবং নগদ ২৫ লক্ষ টাকা।

অভিষেক মালহানকে হারিয়ে সলমন খান সঞ্চালিত রিয়ালিটি শো জিতে নিলেন এই ইউটিউবার। শুরু থেকেই এই রিয়ালিটি শো-র ট্রফির দৌড়ে এগিয়ে ছিলেন ‘ফুকরা ইনসান’ অভিষেক। কিন্তু ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শো-তে প্রবেশ করেন ইউটিউবার এলভিস। শেষ হাসি হাসলেন তিনি। প্রসঙ্গত, প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে বিগ বসের ট্রফি উঠল এলভিসের হাতে। রিয়ালিটি শো-এর ইতিহাসে এমন নজর বিরল। মাঝপথে শো-তে যোগ দেওয়ায় অভিষেক, মণীষার প্রশ্ন তুলেছিল বিগ বসের ট্রফির কতটা যোগ্য দাবিদার এলভিস, তবে শুরু থেকেই হোস্ট সলমন স্পষ্ট করেছিলেন এলভিশের কাজটা আরও শক্ত। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেতা নির্বাচিত হলেন হরিয়ানার ভূমিপুত্র।

আরও পড়ুন: Mainul Ahsan Noble: ফেসবুক পেজ জুড়ে একাধিক নগ্ন মহিলা! ফের বিতর্কের মুখে নোবেল

ফিনালের আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনলাইন পোলে এলভিসকেই বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিল। এবারের মরশুমের অন্যান্য প্রতিযোগী ছিলেন আকাঙ্ক্ষা পুরী, সাইরাস ব্রোচা, জাড হাদিদ, আলিয়া সিদ্দিকি, পুণীত সুপারস্টার, ফলক নাজ, অবিনাশ সচদেব, পলক পুরসওয়ানি, জিয়া শঙ্কর ও আশিকা ভাটিয়া।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলভিশ যাদব। ২০১৬ সালে শুরু করেন ইউটিউব। নানা বিষয় ভিত্তিক কনটেন্টে ভরে থাকে তাঁর চ্যানেল। এই মুহূর্তে ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১৬ মিলিয়ান, ইনস্টায় তাঁকে ফলো করেন ১৪ মিলিয়নের কাছাকাছি ইউজার।

আরও পড়ুন: Akshay Kumar: আর ডাকা যাবে না ‘কানাডা কুমার’! অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার

Exit mobile version