Site icon The News Nest

তাঁর অফিস ‘রামমন্দির’, পুলিশ ও পুরসভার কর্মীরা ‘বাবর সেনা’ আর মুম্বইকে ‘পাকিস্তান’ বলে ‘নাটুকে’ আক্রমণ কঙ্গনার

kangana 5

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। অর্থাৎ বুধবার দুপুর থেকে পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মজের দফতর ভাঙার যে কাজ শুরু করেছিল বৃহন্মুম্বই পুরসভা, আপাতত সেই কাজ বন্ধ রাখতে হবে তাদের। সেই সঙ্গে মুম্বই পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে এ দিন আদালতে যে আবেদন জমা দিয়েছিলেন অভিনেত্রী, বৃহন্মুম্বই পুরসভা কর্তৃপক্ষকে তারও জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্ব জিইয়ে রেখেই আজই মুম্বইয়ে ফিরছেন কঙ্গনা। তার মধ্যেই এ দিন দুপুরে তাঁর সাধের অফিস ভাঙতে শুরু করে দেয় বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। তা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। তাতে সাড়া দিয়ে এ দিন নির্মাণ ধ্বংসের উপর স্থগিতাদেশ দেয় আদালত।

পশ্চিম মুম্বইয়ের খারে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিসে বেআইনি নির্মাণের নোটিস গতকাল ঝুলিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয় অভিনেত্রীকে। হিমাচল প্রদেশ থেকে মুম্বইয় ফিরছেন কঙ্গনা। তার মধ্যেই বুধবার সকাল থেকে তাঁর অফিস ভাঙা শুরু করে বিএমসি। জেসিবি মেশিন দিয়ে ভাঙার কাজ শুরু হয়ে। আর সেই কাজ শুরু হতেই ফের বিস্ফোরক হয়ে ওঠেন কঙ্গনা। বুধবার সকাল থেকে একগুচ্ছ টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। সেইসব টুইটে তিনি নিজের অফিস ভাঙার ছবি দিয়ে লেখেন, “আমি আমার শত্রু চিনতে কোনও দিন ভুল করি না। এটা বারবার প্রমাণিত হয়েছে। এই কারণেই আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর।”

https://twitter.com/KanganaTeam/status/1303574493273550851?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1303574493273550851%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews-national-bmc-demolished-kangana-ranauts-office%2F

আরও পড়ুন: খারিজ জামিনের আবেদন, ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রিয়া চক্রবর্তী

আরও একটি টুইট করে তিনি লিখেছেন, ‘পাকিস্তান’। টুইটে অফিসের ভিতরেও ভাঙচুর করার ছবি দিয়েছেন তিনি।

https://twitter.com/KanganaTeam/status/1303572126817857536?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1303572126817857536%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews-national-bmc-demolished-kangana-ranauts-office%2F

অন্য একটি টুইটে তিনি মুম্বই পুলিশ ও বিএমসির কর্মীদের ‘বাবর ও তার সেনা’ বলে উল্লেখ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনার অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ ও কর্মীরা। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

https://twitter.com/KanganaTeam/status/1303569152917946368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1303569152917946368%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews-national-bmc-demolished-kangana-ranauts-office%2F

কঙ্গনার অফিসের বাইরে বিএমসি কর্মীরা যে নোটিস দিয়েছে, সেখানে ১৪টি ভায়োলেশনের কথা বলা হয়েছে। গতকাল সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, কঙ্গনার অফিসে নোটিস ঝোলানো হয়েছে। যদি এর জবাব না পাওয়া যায়, তাহলে বেআইনি অংশ ভাঙা শুরু হবে।

আরও পড়ুন: শক্তির ভিন্ন ভিন্ন রূপ! এবার জি বাংলার পর্দায় মহালয়ার অনুষ্ঠান মাত করবেন ছোটপর্দার নায়িকারা!

Exit mobile version