Site icon The News Nest

বছরের শুরুতেই হইচইয়ের পর্দায় ফিরছে ব্যোমকেশ, মুক্তি পেল ‘মগ্ন মৈনাক’ -এর ট্রেলার

ENA

বছরের শুরুতেই সত্য অন্বেষণে বেরিয়ে পড়লেন ব্যোমকেশ (Byomkesh)। প্রয়োজনে নিলেন ছদ্মবেশও। পাকিস্তানি কন্যার মৃত্যু রহস্যের কিনারা করে সত্য উদঘাটনই এবার লক্ষ্য। আর সেই রহস্য-রোমাঞ্চে ভরা সত্যান্বেষণের প্রথম ঝলকই রবিবার প্রকাশ্যে এল। হ্যাঁ, কথা হচ্ছে হইচই প্ল্যাটফর্মে ব্যোমকেশ-এর ষষ্ঠ মরশুমের।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনে এবার সিজন ৬ এর প্লট বুনেছেন পরিচালক সৌমিক হালদার। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সত্যাবতীর ভূমিকায় দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক, সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজী, সৌমেন্দ্র ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, উজান চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শাওন-কে।

আরও পড়ুন: New Year 2021: টলি তারকাদের জমাট উদযাপন! দেখুন বর্ষবরণের Photos

সাতের দশকের অশান্ত সময়। আগুন জ্বলছে বাংলা জুড়ে। একদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ, শরণার্থী সমস্যা। অন্যদিকে নকশাল আন্দোলনের স্লোগান ‘সত্তরের দশক মুক্তির দশক’। সব মিলিয়ে ভরপুর রাজনৈতিক পরিস্থিতি। সেই সময়েই কলকাতার এক ধনী ব্যবসায়ীর বাড়িতে দুর্ঘটনায় মারা গেলেন এক শরণার্থী যুবতী। হিনা মল্লিক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অজিতের ভাষায় যাঁর ‘দেহে ভরা যৌবনের উচ্ছলিত প্রগলভতা’। আবার গল্পের পরতে পরতে সেই প্রগলভতার পিছনেই খোঁজ মেলে রহস্যের। সব মিলিয়ে ব্যোমকেশের কাহিনীর সিরিজের অন্যতম রাজনৈতিক প্রেক্ষাপটের থ্রিলার মগ্ন মৈনাক। যা সিনেমার পর্দা ঘুরে এ বার ওয়েবসিরিজে। ঘোষণা আগেই হয়েছিল। নতুন বছরের প্রথম রবিবার মুক্তি পেল তার ট্রেলার।

আসল কাহিনীতে অবশ্য সত্যবতী ছিল না। কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পাওয়া মগ্ন মৈনাক সিনেমাতেও রাখা হয়নি সত্যবতীর চরিত্রটিকে। তবে ওয়েবসিরিজের ব্যোমকেশের ট্রেলারে ‘সত্যবতী’ ঋদ্ধিমাকে বলতে শোনা যায় ‘হিনা মেয়েটিকে ভীষণ রহস্যময়ী মনে হয়’। বা ট্রেলারের শেষে ব্যোমকেশের গলা জড়িয়ে আসল মগ্ন মৈনাক কে তা জানতে চান ব্যোমকেশের সত্য। অর্থাৎ আগের ওয়েব সিরিজগুলির মতো এখানেও পাওয়া যাবে প্রেমিক ব্যোমকেশকে। ট্রেলারে ব্যোমকেশকেও দেখা যায় অনেক ধীর স্থির। পরিপাটি চুল, ঝকঝকে চোয়ালের দাড়ি কামানো অবতারে। ‘সেক্সি লেডি’ হিনা মল্লিক দর্শনাও বেশ লাস্যময়ীই।

৮ জানুয়ারি থেকে ‘হইচই’তে শুরু হবে ব্যোমকেশ সিজন ৬ এর স্ট্রিমিং। প্রসঙ্গত, এর আগে ‘সত্যান্বেষী’, ‘পথের কাঁটা’, ‘মাকড়শার রস’, ‘অর্থ অনর্থম’, ‘দুষ্টচক্র’ এবং ‘খুঁজি খুঁজি নারী’র গল্পগুলি উঠে এসেছিল হইচই-এর ব্যোমকেশে।

আরও পড়ুন: প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক! জেনে নিন কার সঙ্গে?

Exit mobile version