Site icon The News Nest

চঞ্চল, নিশো, মেহেজাবিন, নুহাশ হুমায়ুন…Chorki Carnival-এ কারা হলেন সেরা?

WhatsApp Image 2022 10 09 at 4.54.01 PM

১৩ জুলাই এক বছর পূর্ণ করেছে ওপার বাংলার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছিল চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসে এ আয়োজনের প্রথম আসর। সেখানেই দেওয়া হয় পুরস্কার। চরকি কার্নিভ্যালে সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হয় এ পুরস্কার।

চলচ্চিত্র বিভাগে জয়ী হলেন যাঁরা

সেরা সিনেমা: খাঁচার ভেতর অচিন পাখি
সেরা অভিনেতা (নারী), সাবস্ক্রাইবার্স চয়েস: মেহ্জাবীন চৌধুরী (রেডরাম)
সেরা অভিনেতা (নারী), ক্রিটিকস চয়েস: শবনম বুবলী (টান)
সেরা অভিনেতা (পুরুষ), সাবস্ক্রাইবার্স চয়েস: চঞ্চল চৌধুরী (মুন্সিগিরি)
সেরা অভিনেতা (পুরুষ), ক্রিটিকস চয়েস: ফজলুর রহমান বাবু (খাঁচার ভেতর অচিন পাখি)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র): নাজিয়া হক অর্ষা
সেরা পরিচালক: মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে)
সেরা গল্প ও চিত্রনাট্য: যোবায়েদ আহসান ও মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে)

আরও পড়ুন: Dada Saheb Phalke Award: ৬৮ তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ, ঘোষণা কেন্দ্রের

ওয়েব সিরিজ বিভাগে জয়ী যাঁরা

সেরা সিরিজ: ঊনলৌকিক
সেরা অভিনেতা (নারী), সাবস্ক্রাইবার্স চয়েস: নাজিফা তুষি (সিন্ডিকেট)
সেরা অভিনেতা (নারী), ক্রিটিকস চয়েস: আফসানা মিমি (নিখোঁজ)
সেরা অভিনেতা (পুরুষ), সাবস্ক্রাইবার্স চয়েস: আফরান নিশো (মরীচিকা/সিন্ডিকেট)
সেরা অভিনেতা (পুরুষ), ক্রিটিকস চয়েস: ইন্তেখাব দিনার (ঊনলৌকিক: দ্বিখণ্ডিত)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র): নাসির উদ্দিন খান (সিন্ডিকেট)
সেরা পরিচালক: নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)
সেরা গল্প ও চিত্রনাট্য: সিদ্দিক আহমেদ, সুকর্ণ শাহেদ ধিমান ও সুহান রিজওয়ান (জাগো বাহে)

আরও পড়ুন: KesariyaDanceMix: দেব-শুভশ্রীর গানে নাচলেন রণলিয়া! কোথায় হল এমন ক্রসওভার?

 

 

Exit mobile version