Site icon The News Nest

‘ভারত নিজের মেয়েকে চায়’, মমতা দিদির জন্য র‌্যাপ করলেন মদন! আসছে নতুন গান

MADAN

মদন মিত্র (Madan Mitra) যেখানে, খবর সেখানে। বাংলার রাজনীতির ‘সুপারস্টার’কে নিয়ে হচ্ছে জোড়া বায়োপিক। এর মধ্যেই আবার নতুন গানের ভিডিও রেকর্ড করে ফেললেন কামারহাটির বিধায়ক। গত ফেব্রুয়ারিতে ‘ওহ লাভলি’ (Oh Lovely) গানে কেড়েছিলেন নজর। এবার ‘গাল্লি বয়’-এর ধাঁচে রেকর্ড করলেন র‌্যাপ ভিডিও।

প্রিয় দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এক বেসরকারি সংস্থার উদ্যোগে গান রেকর্ড করেছেন মদন। বুঝিয়ে দিয়েছেন মমতার এবারের লক্ষ্য দিল্লি। ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ গানটি নিয়ে চর্চা শুরু হয়েছে এরমধ্যেই। ‘ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি’ এমন কথায়ে হিপ হপ স্টাইলে গাইতে দেখা গিয়েছে কামারহাটির বিধায়ককে। কিছুদিন আগে মমতা বলেছিলেন ‘মদন একটু কালারফুল ছেলে’, সেটাকেও গানে ব্যবহার করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: অন্তিম লুকে বাজিমাত সলমান-আয়ুষের! মুক্তি পেল ফার্স্ট লুক পোস্টার

গানের কথা ও সুর প্রীতম দে’র। আসন্ন উপ-নির্বাচনের কথা ভেবেই তা এখন তৈরি করা হয়েছে। কথায় আবার মাতঙ্গিনী হাজরার প্রসঙ্গও আনা হয়েছে। ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একাধিক মহিলা যোদ্ধাকে সম্মান জানান তিনি। বিভিন্ন রাজ্যের বীরাঙ্গনাদের নামের পাশাপাশি উচ্চারিত হয় তমলুকের মাতঙ্গিনী হাজরার নাম। কিন্তু তাঁকে বাংলার স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার বদলে অসমের (Assam) বীরাঙ্গনা বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রসঙ্গেই লেখা হয়েছে, “চিনি বা না চিনি, শি ইজ মাতঙ্গিনী।”

প্রসঙ্গত, মদন মিত্রের জোড়া বায়োপিক আসছে মার্কেটে। কিছুদিন আগেই মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরি করার কথা জানান পরিচালক রাজা চন্দ। তাঁর ছবিতে মদন মিত্রর চরিত্রে নাকি অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। মদন মিত্রর আরেকটি বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজর্ষি দে।

আরও পড়ুন: জাভেদ আখতারের মানহানি মামলায় আদালতে মোক্ষম ধাক্কা খেলেন কঙ্গনা

 

Exit mobile version