Site icon The News Nest

প্রয়াত সৌমিত্র-জায়া দীপা চট্টোপাধ্যায়

deepa chatterjee

সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার মাত্র সাড়ে চার মাসের মধ্যেই মারা গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। শনিবার রাত তিনটে নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল হাসপাতালেও। অবশেষে শনিবার কিডনি বিকল হয়েই মারা যান তিনি। আজ, রবিবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত, গত বছর ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রান্ত জটিলতা থেকে মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয় তাঁর। শোকে ভেসেছিল গোটা ইন্ডাস্ট্রি থেকে সাধারণ। এ বার চলে গেলেন স্ত্রী-ও।

আরও পড়ুন:  রাস্তায় কেক কেটে শোভনের জন্মদিন পালন স্বস্তিকার, বললেন – ভালোবাসি

দীপা চট্টোপাধ্যায় নিজেও একজন প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। বহুবার বাংলার হয়েও খেলতে দেখা গিয়েছে তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক দীপার সঙ্গে সৌমিত্রর বিয়ে হয় ১৯৬০ সালের ১৮ এপ্রিল। ভালবেসেই বিয়ে করেছিলেন ওঁরা।  সৌমিত্রর পারিবারিক জীবনে ঠিক পর্বতের মতো মহীয়ান ছিলেন দীপা দেবী। সৌমিত্র সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি, হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন দীপা চট্টোপাধ্যায়ও।যার মধ্যে উল্লেখ্য, ‘বিলম্বিতলয়’, ‘গাছ’ ও ‘দূর্গা’। পর্দার ‘অপু’র সঙ্গে ছিল তাঁর সাজানো সংসার। দীর্ঘ ছয় দশকের দাম্পত্য জীবনে ইতি টেনে আগে চলে গেলেন সৌমিত্রবাবু, আর মাস খানেকের মধ্যেই না ফেরবার দেশে দীপা চট্টোপাধ্যায়। রেখে গেলেন কন্যা পৌমলী বসু ও পুত্র সৌগত চট্টোপাধ্যায়কে।

পৌলমী বসুর কথায়, ‘বাপি (সৌমিত্র চট্টোপাধ্যায়) চলে যাওয়ার পর থেকেই মা বেঁচে থাকবার ইচ্ছা হারিয়েছিল। সমানে বলে যেতে আমাদের এবার আমায় যেতে দে’।

আরও পড়ুন: প্রচারের সঙ্গে বাজার! একা হাতে সব সামলাচ্ছেন সাংসদ-তারকা নুসরত জাহান

 

Exit mobile version