Site icon The News Nest

‘সেরা নায়িকা’ রানিমা, ‘সেরা মুখ’ রাধিকা, জেনে নিন ‘সোনার সংসার’-এর বিজয়ী কারা…

WhatsApp Image 2021 02 26 at 4.26.23 PM

সব ছাপিয়ে চূড়ান্ত কৌতূহল, কারা, কোন বিভাগে বছরের শুরুতেই ‘সোনার সংসার’-এর সেরা? তালিকা অনুযায়ী, ‘সেরা ধারাবাহিক’ ‘রাণী রাসমণি’। ‘সেরা সংসার’-এর সম্মান ‘কৃষ্ণকলি’র। সেরা নায়ক কর্ণ, নিখিল। সেরা নায়িকা রানিমা, যমুনা। ‘সেরা বৌমা’ রাধিকা।

কে, কোন সম্মানে সম্মানিত? রইল তালিকা–

সেরা ধারাবাহিক- রাণী রাসমণি
সেরা সংসার- চৌধুরী পরিবার (কৃষ্ণকলি)
প্রিয় শ্বশুর- কেদার রায় (যমুনা ঢাকি)
প্রিয় শাশুড়ি- অনুরাধা রায় (যমুনা ঢাকি)
প্রিয় বাবা- গঙ্গা ঢাকি (যমুনা ঢাকি)
প্রিয় মা- লক্ষ্মী (ফিরকি)
প্রিয় বর- সঙ্গীত (যমুনা ঢাকি)
প্রিয় বৌ- রাধিকা (কী করে বলব তোমায়), আলো (আলোছায়া)
প্রিয় বৌমা- যমুনা (যমুনা ঢাকি), শ্যামা (কৃষ্ণকলি)
প্রিয় নায়ক- কর্ণ (কী করে বলব তোমায়), নিখিল (কৃষ্ণকলি)
সেরা নায়িকা- রানিমা, যমুনা (রাণী রাসমণি, যমুনা ঢাকি)

আরও পড়ুন: বনশালির জন্মদিনে মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র টিজার, যৌনকর্মীর ভূমিকায় দুর্ধর্ষ আলিয়া, দেখুন…

সেরা সহ অভিনেতা- গদাধর (রাণী রাসমণি)
সেরা সহ অভিনেত্রী- বিন্দুবাসিনী (যমুনা ঢাকি)
প্রিয় ননদ- গীত (যমুনা ঢাকি)
প্রিয় দেওর- ভূপাল (রাণী রাসমণি)
প্রিয় খলনায়ক- অশোক (কৃষ্ণকলি)
প্রিয় খলনায়িকা- পায়েল সেন (কী করে বলব তোমায়), রাধারানি (কৃষ্ণকলি)
সেরা জামাই- মথুর (রাণী রাসমণি)
সেরা ছেলে- নিখিল (কৃষ্ণকলি)
সেরা মেয়ে- কৃষ্ণা (কৃষ্ণকলি)


সেরা জুটি- কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়), নিখিল-শ্যামা (কৃষ্ণকলি)

সেরা নতুন সদস্য- মিঠাই-সিড, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট্ট সারদা
জি ৫-এ সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক- করুণাময়ী রাণী রাসমণি
জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখ- স্বস্তিকা দত্ত (রাধিকা, কী করে বলব তোমায়)

আরও পড়ুন: বধূবেশে ধরা দিলেন শ্রুতি, দেখুন ভাইরাল হওয়া সব ছবি…

গতবছর অভিষেক বসু ‘নেতাজি’ ধারাবাহিকের জন্য পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার।
‘ত্রিনয়নী’ জুটি গৌরব রায়চৌধুরী ও শ্রুতি দাস পেয়েছিলেন সেরা বর ও সেরা বউ-এর পুরস্কার।
সেরা নায়িকার পুরস্কার পেয়েছিলেন দিতিপ্রিয়া রায় (করুণাময়ী রাণী রাসমণি)
সেরা মেয়ে-র পুরস্কার পেয়েছিলেন সুস্মিলি আচার্য (সৌদামিনীর সংসার)।
৩টি পুরস্কার পেয়েছিলেন কৃষ্ণকলি নায়ক নীল ভট্টাচার্য। সেরা ছেলে ও ফেসবুকস মোস্ট পপুলার ফেস-এর পুরস্কার ছাড়াও সেরা জুটির পুরস্কারও পেয়েছিলেন নিখিল-শ্যামার জন্য।
সেরা খলনায়কের পুরস্কার পেয়েছিলেন রাজীব বসু ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জন্য।
সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছিলেন দেবযানী চট্টোপাধ্যায় (ত্রিনয়নী)
সেরা বউমার পুরস্কার পেয়েছিলেন ঊষসী রায় (বকুলকথা)
ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড পেয়েছিলেনঅর্ণব বন্দ্যোপাধ্যায় (আলোছায়া)
সেরা নতুন সদস্যের পুরস্কার পেয়েছিলেন দুই জুটি। কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়) ও সিদ্ধার্থ-রায়া (বাঘ বন্দি খেলা)

আরও পড়ুন:  সেরা জুটির পুরস্কার পেল রাধিকা-কর্ণ, শোভনকে জড়িয়ে উচ্ছাস স্বস্তিকার

 

Exit mobile version