Site icon The News Nest

MC Stan: লাগাতার ‘জয় শ্রী রাম’, মঞ্চে উঠে হুমকি বজরং দলের! বাতিল ‘বিগ বস’ বিজেতার সঙ্গীতানুষ্ঠান

mc stan indore show

দেশ জুড়ে ‘হিপ হপ’ সংস্কৃতি ছড়াচ্ছেন, যুব সমাজকে নষ্ট করছেন। এমনই অভিযোগ বজরং দলের তোপের মুখে পড়লেন বিগ বস-১৬ জয়ী র‌্যাপার এমসি স্ট্যান। বজরং দলের হুমকির মুখে বাতির হল বিগ বস জয়ী এমসি স্ট্যানের শো। তাঁর বদলে মঞ্চে উঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললেন বজরং দলের সদস্যরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

১২ ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল ‘বিগ বস ১৬’-র চূড়ান্ত ফলাফল। বিজেতা হন এমসি স্ট্যান। হায়দরাবাদের জনপ্রিয় এই র‌্যাপারের ‘বিগ বস’ জেতার পর থেকেই দেশের বিভিন্ন শহর ঘুরে ঘুরে অনুষ্ঠান করছেন। তাঁর কনসার্টের নাম ‘বস্তি কা হস্তি’ ইতিমধ্যেই হায়দরাবাদ, মুম্বই, পুণে ঘুরে ফেলেছে। কথা ছিল ইন্দোরে হবে র‌্যাপারের আগামী শো। সেই মতো দিন ক্ষণও সব ঠিক। আয়োজন প্রায় শেষ। তবে শেষ মুহূর্তে শো বাতিল হল এই জনপ্রিয় র‌্যাপারের। গায়কের অনুষ্ঠান স্থানে গিয়ে শো ভন্ডুল করে দেয় বজরং দল।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানেই দেখা যাচ্ছে শিল্পীর যে মঞ্চে গাওয়ার কথা, সেখানেই সদলবলে উঠে পড়েন বজরং দলের সদস্যরা। তাঁরা নানা ধরনের হুমকি দিতে শুরু করেন। ঘন ঘন উঠতে থাকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। তাঁদের একটাই দাবি, এমসি-র গান কুলষিত করছে যুব সমাজকে। শেষমেশ অনুষ্ঠান স্থলে ছেড়ে বেরিয়ে যান গায়ক। হতাশ তাঁর অনুরাগীরাও। তাঁরা অনেক ক্ষণ ঘটনাস্থলে হাজির থেকে ‘এমসি এমসি’ স্লোগান তুলেছিলেন গায়কের পক্ষে।

আরও পড়ুন: Oscar 2023: সিলভার হুডেড গাউনে অস্কারের মঞ্চে মালালা, কনিষ্ঠ নোবেল জয়ী দিলেন শান্তির বার্তা

ভিডিয়োতে বজরং দলের সদস্যদের রীতিমত হুমকি দিতে দেখা যাচ্ছে র‌্যাপার এমসি স্ট্যান। বলতে শোনা যাচ্ছে, ‘গানের মাধ্যমে যেখানে গালিগালাজ করবেন, সেখানেই গিয়ে মেরে আসব, ওকে বলুন সাহস থাকে এখানে আসতে।’

এদিকে আজ ১৮ মার্চ, নাগপুরে কনসার্ট রয়েছে এমসি স্ট্যানের। এরপর ৭ মে দিল্লিতে অনুষ্ঠান করবেন তিনি। শো রয়েছে জয়পুর, কলকাতা, আহমেদাবাদেও। তবে তারই মাঝে বজরং দলের এই হুমকি ভিডিয়ো সামনে আসায় উদ্বিগ্ন এমসি স্ট্যানের অনুরাগীরা।

আরও পড়ুন: Mahiya Mahi: ওমরাহ থেকে ফিরেই গ্রেফতার ন’মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া, পলাতক স্বামী

Exit mobile version