Site icon The News Nest

নতুন মোড়! ৮০০ পর্বে ‘কৃষ্ণকলি’, ঘোমটা ঢাকা শ্যামাকে কি চিনতে পারবে নিখিল?

krishnokali

সম্প্রতি ৮০০ পর্ব অতিক্রম করল মেগা ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। নভেম্বর মাসের শুরুর দিকেই নতুন অধ্যায় এসেছে ধারাবাহিকে। ১৮ বছর পরের দিকে মোড় নিয়েছে ধারাবাহিকের চিত্রনাট্য।

১৮ বছর পর দেখা যায় বাবা হয়েছেন নিখিল। ওদিকে শ্যামাও মা হয়েছেন। শ্যামার মেয়ে কৃষ্ণা। কৃষ্ণা একেবারে তাঁর মায়ের মতই ভালো গান গায়। ঘটনাচক্রে কলকাতায় আসে শ্যামা এবং কৃষ্ণা। যৌনপল্লিতে বিক্রি হওয়া থেকে তাঁদের উদ্ধার করে নিখিল। নিয়ে আসে নিজের বাড়িতে। শ্যামা সবসময় মুখ ঢেকে রাখায় নিখিল চিনতে পারে না শ্যামাকে। এরপর কী হবে? নিখিল কি আদৌ চিনতে পারবেন শ্যামাকে? নাকি সুনয়নার কথা মতই কাজ করবেন নিখিল?

আরও পড়ুন: লাগাতার কমছে টিআরপি, বন্ধ হওয়ার মুখে ‘কোড়া পাখি’ ও ‘কে আপন কে পর’

চিত্রনাট্যের নিরিখে ‘কৃষ্ণকলি’তে এসেছে অনেক নতুন মুখ। অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে শ্যামার মেয়ে কৃষ্ণার চরিত্রে। অন্যদিকে মিশমি দাস অভিনয় করছেন নিখিলের বান্ধবী এবং ব্যবসায়িক সহকারী সুনয়নার চরিত্রে। পরিবর্তন এসেছে নিখিল-শ্যামার জীবনেও। বয়সের ছাপে একটু বুড়ো হয়েছেন নিখিল। তাই চোখে চশমা। সাদা দাড়িতে দেখা যাচ্ছে নিখিল ওরফে নীল ভট্টাচার্যকে। শ্যামা ওরফে তিয়াসা রায়ের চেহারাতেও বার্ধক্যের ছাপ।

প্রসঙ্গত ২০১৮-র জুন মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। মাঝে দুর্বল চিত্রনাট্যের কারণে টিআরপি রেটিংয়ে ভাল প্রভাব ফেলছিল না। তাই নতুন মোড় এনে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষ। তাতে অবশ্য কাজে দিয়েছে। কারণ এই সপ্তাহের টিআরপি তালিকায় ৯.৩ পেয়ে চতুর্থ স্থানে ‘কৃষ্ণকলি’।

নীলের দাবি, চরিত্রে বদল আসায় খুশি দর্শকেরা। তাঁর নিজেরও ভাল লাগছে। টানা ৮০০ এপিসোড এক রকম ভাবে অভিনয় করেছেন। এ বার অন্য রকম কিছু দেখানোর সুযোগ মিলছে।

আরও পড়ুন: বরুণ-সারার হাত ধরে ফিরছে ‘কুলি নম্বর ১’, ট্রেলারে ‘ডিজলাইক’ অপশন বন্ধ রেখে নেটদুনিয়ার নিশানায়

Exit mobile version