Site icon The News Nest

বড়পর্দা বা ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, টিভিতে আসছে প্রসেনজিতের ‘নিরন্তর’, দেখুন ট্রেলার…

image 700x400 1

The News Nest: প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়ের (Prosenjit Chatterjee) নতুন ছবি ‘নিরন্তর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। প্রথমবার নায়কের ফিচার ফিল্মের প্রিমিয়ার হবে ছোটপর্দায়। ২৮ জুন রবিবার ‘জি বাংলায়’ ছবির মুক্তি। একই সঙ্গে প্রসেনজিৎ অভিনীত ও প্রযোজিত ছবিটি আসবে ‘জি ফাইভ’-এ।

করোনার জন্য বন্ধ সিনেমা হল। প্রায় তিন মাস পর কাজ শুরু হয়েছে টলি পাড়ায়। সিনেমার শ্যুটিং সেভাবে শুরু হয়নি। তাছাড়া কবে হলে সিনেমা দেখানো হবে তাও এখন অজানা। কিন্তু এই সময়টা চুপ করে বসে থাকলে শিল্পীদের চলবে কেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ও প্রযোজিত ছবি, ‘নিরন্তর’ মুক্তি পেতে চলেছে টেলিভিশনে।এ প্রসঙ্গে প্রসেনজিৎ জানিয়েছেন, “প্রথমবার টিভিতে আমার ছবি মুক্তি পাচ্ছে। সব থেকে বেশি দর্শকের কাছে পৌঁছনোর জন্য এর থেকে ভাল মাধ্যম আর হয় না।” করোনা আবহের জন্যই এভাবে মুক্তি পাবে ‘নিরন্তর’। ঘরে বসেই এখন দেখা যাবে তাঁর নতুন ছবি।

আরও পড়ুন: চেয়ে পাঠানো হল সুশান্তের সঙ্গে চুক্তির নথি, এবার পুলিশের নজর যশ রাজ ফিল্মসের দিকে

‘নিরন্তর’-এ প্রসেনজিতের সঙ্গে থিয়েটারের একঝাঁক পরিচিত মুখ। ছবিটি দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করছেন চন্দ্রাশিস রায়, যিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন। তাঁর কথায়, ‘‘দু’-একটি সত্যি ঘটনা থেকেই গল্পের অনুপ্রেরণা। বাকিটা ফিকশন। চরিত্রটা বুম্বাদাকে ভেবে লেখা।’’

কেরিয়ারের নতুন ইনিংসে ছকভাঙা চরিত্রই বেছে নিচ্ছেন প্রসেনজিৎ। তাঁর কথায়, ‘‘সব শ্রেণির দর্শকের জন্য নয় জেনেও রাজি হয়েছিলাম। কারণ ‘নিরন্তর’-এর মতো ছবি হওয়া উচিত।শেষ দু’মাস ধরে অল ইন্ডিয়াতে হায়েস্ট রেটিং দিয়েছে আমারই পুরনো দুটো ছবি। তো মানুষ কিন্তু টেলিভিশন দ‌্যাখেন। একসময় ঋতুর ‘উৎসব’ দূরদর্শনে দেখানো হয়েছিল, তারপরে সিনেমাটা ওইরকম চেহারা নেয়! আরেকটা ছবির কথা মনে আছে, বাসুদার ‘হঠাৎ বৃষ্টি’। বাংলাদেশে বি-টিভি-তে দেখানো হয়। তারপরে ছবিটা বাংলাদেশে সুপারডুপার হিট হয়। তাও বলছি, সিনেমা হলের ম‌্যাজিক থাকবেই। সেইজন‌্যই চ‌্যানেলকে বলেছি, দেখিয়ে দাও, তবে যখন হল খুলবে স্পেশ্যাল পারমিশন দিতে হবে ছবিটা দেখানোর জন‌্য। তখন আরও কিছু মানুষ দেখবেন। মনে হয় যারা ভাল ছবি দেখতে চায় তারা ‘নিরন্তর’ দেখবে।’’ 

আরও পড়ুন: ‘সুইসাইড অর মার্ডার?’, সুশান্তের জীবন ও কাজ নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা

Exit mobile version