Site icon The News Nest

প্রায় ২ বছরের অপেক্ষা শেষ, জানুয়ারিতে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’

DHARMAJUDDHA scaled

‘তোদের লড়াই চলতে থাকলে এই দুনিয়ায় মানুষ থাকবে না, থাকবে শুধু মন্দির আর মসজিদ…’

ট্রেলারে স্বাতীলেখা সেনগুপ্তর (Swatilekha Sengupta) কথাগুলি বহুদিন আগেই বাহবা কুড়িয়েছিল। গত বছর এপ্রিল মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ছবি ধর্মযুদ্ধ (Dharmajuddha)। কিন্তু করোনা মহামারীর জেরে বার বার মুক্তির তারিখ পিছোতে হয়েছে। অবশেষে ২০২২ সালের ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।

ধর্মযুদ্ধ মুলত একটি রাতের ঘটে যাওয়া এক দাঙ্গার কাহিনি। ধর্মকে কেন্দ্র করেই যে দাঙ্গার বদলে দিতে পারে পারস্পরিক সম্পর্ক। মানবিক সম্পর্ক। ছবির বিষয় আজও প্রাসঙ্গিক। ছবির জোরালো খুঁটি এক ঝাঁক তারকা। রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী। ২০২১ মঞ্চ, পর্দা সফল প্রবীণ অভিনেত্রী স্বাতীলেখাকে কেড়ে নিয়েছে। নতুন বছরে পর্দাজুড়ে তিনি নব রূপে। ‘ধর্মযুদ্ধ’ ছাড়াও স্বাতীলেখা জীবন্ত হবেন উইনডোজ প্রোডাকশনের ‘বেলাশুরু’ ছবিতে। সপ্তর্ষি এই ছবিতে শুভশ্রীর স্বামী। পেশায় অটোচালক। খবর, শুভশ্রীর পাশাপাশি তাঁর ‘লুক’-এও বড় পরিবর্তন এনেছেন পরিচালক। শ্যুট শুরুর আগে তাঁকে অটো চালানো শিখতে হয়েছিল।

আরও পড়ুন: সরে গেলেন রচনা ব্যানার্জি! এবার ‘দিদি নম্বর ১’ সঞ্চালনায় সুদীপা- সৌরভ, কিন্তু কেন?

প্রসঙ্গত করোনার সময়ে আকস্মিক ভাবেই বাংলা সিনেমা স্বাতীলেখা সেনগুপ্তকে হারিয়েছে। তবে তাঁর অভিনয় দর্শকদের কাছে পৌঁছে যাবে এই ছবির মাধ্যমে।

সপ্তর্ষি জানিয়েছেন, রাজ যখন ছবিটি বানিয়েছিলেন সেই সময় দেশ-রাজ্যজুড়ে ধর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে। ছবিটি সেই সময় মুক্তি পেলে আরও প্রাসঙ্গিক হত। এখন কি তা হলে ছবির প্রাসঙ্গিকতা তুলনায় কমে গিয়েছে? মানতে রাজি নন স্বাতীলেখা সেনগুপ্তের একমাত্র জামাই। তাঁর কথায়, দেশ বা রাজ্যে ধর্মযুদ্ধ থিতিয়েছে। থেমে যায়নি। তা ছাড়া, দর্শক অত্যন্ত বুদ্ধিমান। তাঁরা ছবি দেখে বুঝবেন পরিচালক কী বলতে চাইছেন। আশা, তাঁরা খুশি মনেই ছবিটিকে গ্রহণ করবেন। শুভশ্রীর স্বামী হওয়ার অনুভূতি কেমন? ‘‘অনবদ্য’’, দাবি সপ্তর্ষির। ‘‘সারা ছবিতেই শুভ অন্তঃসত্ত্বা। সেই অনুভূতি ধরে রেখে ছবিতে অভিনয় করে যাওয়া সহজ নয়। এত দিন গ্ল্যামারাস নায়িকা হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পরে ‘পরিণীতা’ থেকে শুভ জনপ্রিয় অভিনেত্রী। এ ভাবে ভেঙে নিজেকে প্রমাণ করতে যথেষ্ট সাহসের প্রয়োজন’’, বক্তব্য অভিনেতার।

আরও পড়ুন: বড়দিনে ইচ্ছেপূরণের চাবিকাঠি নিয়ে হাজির ‘টনিক’ দেব, দেখুন Trailer

 

Exit mobile version