Site icon The News Nest

১ জুন থেকে শুরু করা যাবে শ্যুটিং, নবান্নের নির্দেশে স্বস্তি টলি পাড়ায়

Lighting

কলকাতা: রিয়েলিটি শো ছাড়া, সবরকম শুটিংয়ে ছাড় দিল রাজ্য সরকার। রাজ্য সরকার থেকে জানায়, পয়লা জুন থেকে রাজ্যে শ্যুটিংয়ে ছাড়।  করোনা সম্পর্কিত সবরকম সুরক্ষা বিধি মেনেই শ্যুটিং করতে হবে। এই খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরল টলি পাড়ায়।

গত ১৮ মার্চ থেকে  তালাবন্ধ ছিল স্টুডিওপাড়া। সোমবার থেকে একটি শ্যুটিং সেটে সর্বাধিক ৩৫ জন কলাকুশলী উপস্থিত থাকতে পারবে। সিরিয়াল,রিয়ালিটি শো.সিনেমা কিংবা ওয়েব সিরিজ-সবকিছুর শ্যুটিংয়ের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। তবে শ্যুটিংয়ের সময় নির্দিষ্ট হাইজিন ও সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক। শ্যুটিং সেটে সকলের মাস্ক পরাও বাধ্যতামূলক,একমাত্র শট দেওয়ার সময় অভিনেতাদের মাস্ক খুলতে পারবেন। শ্যুটিং সেট এবং শ্যুটিংয়ের সরঞ্জামও জীবানুমুক্ত করতে হবে।

 শনিবার নতুন করে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে প্রথমে জানানো  হয়  ১লা অগস্টের আগে টলিগঞ্জে ইনডোর বা আউটডোর, কোনওরকম শ্যুটিং শুরু করা যাবে না। এরপর ভ্রম সংশোধন করে পুনরায় বলা হয় ১লা অগস্ট নয় ১লা জুন থেকে শ্যুটিং শুরু হবে। 

আরও পড়ুন: ঋতু’ স্মরণ…পিয়ানোতে রবি ঠাকুরের সুর তুললেন সেলিনা জেটলি

এর আগে ১২ মে নবান্নের সভাঘরে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে টলিগঞ্জের শিল্পীদের পোস্ট প্রোডাকসনের কাজ শুরু করার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় এডিটিং ও ডাবিংয়ের কাজ জারি ছিল। শ্যুটিং শুরুর ব্যাপারে বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি বৈঠক করা হয়েছে বলে সূত্রের খবর। শ্যুটিং শুরু হলে সেটে কীভাবে সামাজিক দূরত্ব ও হাইজিন মেনে চলা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মনে করা হচ্ছে এই মর্মে শীঘ্রই নির্দেশিকাও জারি করা হবে টলিগঞ্জের বিভিন্ন সংগঠনের তরফে।

অন্যদিকে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি নির্দেশিকায় বলা হয়েছে ৮ জুন থেকে খুলবে শপিং মল। তবে সিনেমা হল বা থিয়েটার কবে খুলবে সেই নিয়ে পরবর্তীতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: বাড়ি ফিরেই কোয়ারেন্টাইনে গেলেন অভিনেত্রী রাধিকা মদন, দেখুন তাঁর এয়ারপোর্ট লুক…

Exit mobile version