Site icon The News Nest

শ্রীলেখার মধ্যমায় ‘কাস্তে-হাতুড়ি’, হাতে পতাকা নিয়ে বোঝালেন ‘টুম্পা’র ব্রিগেড যাওয়ার মাহাত্ম্য

sreelekha 2 768x432 1

ব্রিগেডে যাচ্ছেন অভিনেত্রী এবং বাম সমর্থক শ্রীলেখা মিত্র। তবে গাড়িতে উঠেই যা করলন তা নিয়ে বিতর্কের ঝড়। নিজের ‘মিডিল ফিঙ্গার’-এ আঁকলেন কমিউনিস্ট পার্টির প্রতীক চিহ্ন। সাদা নেলপলিশ রঙ করা নখে এবং তার ঠিক মাঝে লালে আঁকা কাস্তে-হাতুড়ি। কাকে দেখাচ্ছেন অভিনেত্রী ‘মিডল’ ফিঙ্গার?

ফোনে তাঁকে ধরা হলে সোজাসাপটা উত্তর শ্রীলেখার, “আমার হাত, আমার আঙুল, আমি ডিজাইন করেছি এবং বেশ করেছি!” তা বলে মিডল ফিঙ্গারে কমিউনিস্ট পার্টির প্রতীকচিহ্ন? শ্রীলেখা বললেন, “অন্য সব দলকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে সিপিআইএম!”

We are red dddddyyyy

Posted by Sreelekha Mitra on Saturday, 27 February 2021

এই প্রথমবার ব্রিগেডে পা মেলাতে চলেছেন শ্রীলেখা, তবে ব্রিগেড নিয়ে নস্টালজিয়া রয়েছে অভিনেত্রীর, তিনি বলেন, “আমি এই প্রথমবার ব্রিগেড যাচ্ছি। বাবার কাছ থেকে শোনা গল্পগুলো কিংবা টিভিতে দেখা—যে শয়ে শয়ে লোকের জমায়েত, স্লোগান, মাইকিং, এগুলো সব চাক্ষুস করব। ভীষণ এক্সাইটেড। আসলে সিপিএম পার্টিটার তেমন কোনও দেখনদারি ব্যাপারটাই নেই, তাই যাঁরা আজ আসবেন তাঁরা সহজ-সরল মানুষ। তবে আমার কাছে রোমান্টিসিজম এটাই যে যাঁরা আমার মতো পার্টিটাকে বিশ্বাস করেন, আমিও তাঁদের মতো তাঁদের পাশেই বসে থাকব।”

আরও পড়ুন: করোনা আক্রান্ত শন, আইসোলেশনে কিভাবে সময় কাটাচ্ছেন -জানালেন নিজেই

শুরু থেকেই বামপন্থী মনোভাবাপন্ন শ্রীলেখা। সিপিএম-এর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দেখা গেলেও, সরাসরি রাজনীতিতে যোগদানের প্রশ্নে তিনি চুপ। তবে দলকে সমর্থন করতে আজ চলেছেন ব্রিগেডে। বাম দলকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে আবেদন জানিয়েছেন তিনি। বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন দলের সমর্থনে। রবিবার বামপন্থার প্রতি আস্থা এবং ভালবাসা থেকেই বাম সমাবেশে হাজির অভিনেত্রী।

বঙ্গের ভোটযুদ্ধে ‘খেলা হবে’, ‘পিসি যাও’র পাশাপাশি অন্যতম জনপ্রিয় রাজনৈতিক গান হয়ে উঠেছে ‘টুম্পা’। আর এবার বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ব্রিগেডের (Brigade) সঙ্গী সেই ‘টুম্পা’ই। এখন এই গান ‘টুম্পা’ নামের বহু তরুণীর কাছেই খানিক অস্বস্তিকর হয়ে উঠেছে। তবে এ নিয়ে একেবারেই বিব্রত নন টলি নায়িকা শ্রীলেখা মিত্র। ছোটবেলা থেকে বাবার মুখে ‘টুম্পা’ ডাক শোনা শ্রীলেখা (Sreelekha) বরং দারুণ উপভোগ করছেন।

শনিবার একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা। যাতে তিনি ‘টুম্পা’ প্যারোডির গুরুত্ব, জনপ্রিয়তা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলেখার বাবা নিজে গানটি শুনছেন। গান শোনার পর তাঁর প্রতিক্রিয়া, ”একটা মজার গান। এ নিয়ে সমালোচনা করার কিছু নেই।”

আরও পড়ুন: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো! বছর ঘুরতেই প্রেমে ভাঙন, গৌরবহীন শ্রীমার জন্মদিনের ঝলক…

 

Exit mobile version