Site icon The News Nest

প্রথম স্থান ধরে রাখল ‘কৃষ্ণকলি’, টক্কর ‘খড়কুটো’, ‘রাসমণি’-র, স্লট লিড করল ‘মোহর’

WhatsApp Image 2021 01 30 at 11.54.56 AM

বাংলা ধারাবাহিক মানেই স্টার জলসা আর জি বাংলার লড়াই।কোন চ্যানেল কাকে কতটা টেক্কা দিতে পারলো তা টিআরপির দিক দিয়ে বোঝা যায়। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশ হয়েছে। আর এমাসের শেষ টিআরপিতে কোন ধারাবাহিক সেরার সেরা তা একনজরে দেখে নেওয়া যাক।

রেটিং চার্টে ১ নম্বরে  ‘কৃষ্ণকলি’ (Krishnokoli)। এই জনপ্রিয় মেগার প্রাপ্তি ১১.৮। ‘কৃষ্ণকলি’-তে ১৮ বছর পর চৌধুরী পরিবারে ফিরেছেন শ্যামা। সে যে অনুরাধা নয়, তাঁদের বাড়ির ছোট বউ শ্যামা তা সম্প্রতি জানতে পেরেছে সকলে। তবুও এখনও স্মৃতিশক্তি ফেরেনি শ্যামার।এই টানটান উত্তেজনায় ‘কৃষ্ণকলি’-কে প্রথম স্থান থেকে সরাতে পারেনি কেউ।

দ্বিতীয় স্থানে স্টার জলসার মেগা  সিরিয়াল ‘খড়কুটো’ (Khorkuto), পেয়েছে ১০.৮।  গুনগুন আর বাবিনের আড়ি-ভাবের মধ্যে হঠাৎ করেই পটকা ও বাবিনের মান অভিমান পর্ব চলছে।

তৃতীয় স্থানে ‘করুণাময়ী রানী রাসমণি’ (Korunamoyee Rani Rasmoni) পেয়েছে ১০.৪।  স্টার জলসার আরেক জনপ্রিয় সিরিয়াল মোহর রয়েছে চতুর্থ স্থানে, পেয়েছে ১০.২ নম্বর‌। এরপরে পঞ্চম স্থানে ‘যমুনা ঢাকি’-র প্রাপ্ত নম্বর ৯.২।

দুই চ্যানেলের নতুন সিরিয়ালগুলির মধ্যে ‘মিঠাই’ ৭.৯, ‘দেশের মাটি’ ৭.৫ এবং ‘গঙ্গারাম’-র প্রাপ্ত নম্বর ৬.২। স্টার জলসা ও জি বাংলার মধ্যে এই সপ্তাহের জোরদার লড়াইয়ের পর বেশ অনেকটাই তফাৎ রয়েছে দুই চ্যানেলের মধ্যে। এগিয়ে রয়েছে স্টার জলসা ৭১৬ নম্বরে। জি বাংলা-র প্রাপ্ত ৬৮৩ নম্বর।

দেখে নিন সম্পূর্ণ তালিকা-

1. কৃষ্ণকলি – 11.8
2. খড়কুটো – 10.8
3. রাণী রাসমণি – 10.4
4. মোহর – 10.2
5. যমুনাঢাকি – 9.2

আরও পড়ুন: বলিউডে ডেবিউ করছেন রুক্মিণী মৈত্র, বিপরীতে বিদ্যুৎ জামওয়াল

6. খেলাঘর – 8.8
7. শ্রীময়ী – 8.0
8. মিঠাই – 7.9
9. সাঁঝের বাতি ও দেশের মাটি  – 7.5
10. মহাপিঠ তারাপিঠ – 7.2

11. অপরাজিতা অপু – 7.1
12. ভাগ্যলক্ষ্ণী & আলোছায়া  – 6.4
13. জীবন সাথী – 6.3
14. গঙ্গারাম – 6.2
15. কি করে বলব তোমায় – 5.7
16. তিতলি – 5.4
17. ওগো নিরুপমা – 4.7
18. সৌদামিনীর সংসার – 3.4
19. ধ্রুবতারা – 3.0
20. পান্ডব গোয়েন্দা ও প্রথমা কাদম্বিনী – 2.5

◾Reality_Show◾
1. সারেগামাপা – 7.8
2. ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ২ – 6.8
2. দিদি নাম্বার 1 – 4.5
3. মীরাক্কেল – 5.3
4. রান্নাঘর – 1.5
5. রান্নাবান্না – 0.3

আরও পড়ুন: এবার বিজেপিতে যোগ দিলেন ‘খড়কুটো’ খ্যাত অভিনেতা কৌশিক রায়

 

Exit mobile version