Site icon The News Nest

করোনার কোপ, ফের প্রিয়জনকে হারালেন দিলীপ কুমার, শোকের ছায়া পরিবারে

dilip

ফের প্রিয়জনকে হারালেন দিলীপ কুমার। ১২ দিনের মাথায় দু’বার ছোটভাইকে হারানোর ধাক্কা পেলেন এই বর্ষীয়ান অভিনেতা। চলে গেলেন দিলীপ কুমার ভাই এয়সান খান। বুধবার রাত ১১ টা নাগাদ লীলাবতী হাসপাতালে মৃত্যু হয়েছে এয়সান খানের।  মৃত্যুকালে এহসানের বয়স হয়েছিল ৯০ বছর ৷ দীর্ঘদিন ধরে অ্যালজাইমা, হাইপারটেনশনে ভুগছিলেন তিনি একই সঙ্গে করোনা পজিটিভ, জানতে পারা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷

গত ২১ অগাস্ট সর্বকনিষ্ঠ ভাই আসলাম খান প্রয়াত হয়েছিলেন এই লীলাবতী হাসপাতালেই ৷ এহসান প্রয়াত হয়েছেন ৯০ বছর বয়সে আসলাম খান তাঁর থেকে কয়েক বছরের ছোট হবেন ৷ গতমাসেই আসলাম ও এহসান হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ করোনা উপসর্গ লক্ষ্য করার পরেই আসলাম এহসানকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৷ সেখানে তাঁদের লালারসের নুমনা পরীক্ষা হতেই কোভিড পিজিটিভ ধরা পরে, তীব্র হতে থাকে শ্বাসকষ্ট, শরীরে প্রায় ৮০ শতাংশ অক্সিজেন সম্পৃক্ত হতে বাধা পায় ফলে সঙ্কট আরও বাড়তে থাকে ৷

আরও পড়ুন: সুশান্তকে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি: সিবিআই, ২ মাদক পাচারকারীকে হেফাজতে নিল NCB

হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে ডায়বেটিস, হাইপারটেনশন, ও দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা সর্বোপরি বয়স ৯০ বলেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল ৷এর আগে লীলাবতী হাসপাতালের চিকিত্সক জালিল পারকর হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন,’তাঁদের আইসিইউতে রাখা হয়েছে। তাঁদের বয়স এবং আগের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কথা জানা থাকায় আমরা অতিরিক্ত গুরুত্ব সহকারে চিকিত্সা চালাচ্ছি’।

তবুও শেষরক্ষা হল না। আসলাম খান করোনা যুদ্ধে হেরে গিয়েছিলেন আগেই,বুধবার থেমে গেল এয়সান খানের লড়াইও। গভীর শোকের ছায়া দিলীপ কুমারের পরিবারে।

আরও পড়ুন: জমজমাট থ্রিলার ‘স্বস্তিক সংকেত’ নিয়ে ফিরছেন সায়ন্তন, প্রথমবার জুটি বাঁধছেন নুসরত-গৌরব

Exit mobile version