Site icon The News Nest

অন্তঃসত্ত্বা কৃতি শ্যানন! ‘মিমি’র শুটিং ফ্লোর থেকে ফাঁস হল বেবি বাম্পের ছবি

kriti 1616302137

বহুদিনের প্রতীক্ষার অবসান। মুক্তি পেল কৃতী শ্যাননের (Kriti Sanon) পরবর্তী ছবি ‘মিমি’-র প্রথম পোস্টারের (Mimi First Look) ঝলক। প্রেগন্যান্সির বাম্প নিয়েই ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনেও রয়েছে জবরদস্ত ট্যুইস্ট। লেখা হয়েছে, ‘যা আপনি ভাবছেন তেমনটা একেবারেই নয়’। তাহলে কী হতে চলেছে এই ছবি? কৃতীও এদিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির পোস্টারের প্রথম ঝলক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই জুলাইতে সাধারণের কাছ থেকে অসাধারণ কিছু পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন।’

জিও স্টুডিওর এই ছবি ‘মিমি’-তে ফের একবার একসঙ্গে কাজ করছেন কৃতী শ্যানন ও তাঁর ‘লুকা চুপ্পি’-র পরিচালক লক্ষ্মণ উটেকার। সঙ্গে দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকেও। এর আগে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গেও কৃতী কাজ করেছেন। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, ‘লুকা চুপ্পি’ ও ‘বরেলি কি বরফি’ ছবিতে।

কৃতি শ্যাননের এই ‘মিমি’, মারাঠি ছবি ‘মালা আই ভাচে’র হিন্দি রিমেক। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন লক্ষণ উতেকর। এক সাক্ষাৎকারে কৃতি জানিয়েছেন, ‘মিমি’ ছবির জন্য প্রায় ১৫ কিলো ওজন বাড়িয়েছেন তিনি। যা কিনা খুবই পরিশ্রমের ব্যাপার।

আরও পড়ুন: ‘ট্র্যাজেডি কিং’য়ের প্রয়াণে শোকপ্রকাশ মোদী-মমতার, ‘যুগের অবসান’, বললেন শোকাহত অমিতাভ

এমনিতে কৃতির চেহারায় মেদ খুঁজে পাওয়া যায় না। প্রথম থেকেই কৃতি ফিটনেসের উপর আলাদা নজর দেন। সেই কৃতিই ছবির শুটিংয়ের জন্য দিনরাত খাচ্ছেন, মোটা হচ্ছেন। কৃতির কথায়, মিমি ছবিতে আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং, তাই চরিত্রের জন্য শরীরের এই পরিবর্তন করতে একটুও অসুবিধা হচ্ছে না। এই চ্যালেঞ্জ নিতে ভালই লাগছে।

খবর অনুযায়ী, চলতি বছরের শুরুতে এই ছবির প্রথম শুটিং শুরু হয়। পরে করোনা আবহের জন্য ছবির কাজ বন্ধ হয়ে যায়। কয়েক দিন হল ছবির শুটিং ফের শুরু হয়েছে। জয়পুরে শুটিং শেষ করে কৃতি আপাতত অপেক্ষা করছেন ছবির ক্লাইম্যাক্স ক্যামেরা বন্দি হওয়ার জন্যই।

এই ছবির পাশাপাশি কৃতীর হাতে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে। পাইপলাইনে রয়েছে ‘বচ্চন পান্ডে’, ‘ভেড়িয়া’ ও ‘আদিপুরুষ’-এর কাজ। ‘মিমি’-র পোস্টার সামনে নিয়ে এলেও, ছবির মুক্তির দিন এখনও ঘোষণা করেননি নির্মাতারা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। করোনার কালবেলায় ডিজিটাল প্ল্যাটফর্মের কোনটিতে দেখা যাবে তাও খোলসা করা হয়নি।

আরও পড়ুন: ঘুমের মধ্যেই প্রয়াত হলেন কিংবদন্তী পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

Exit mobile version