Site icon The News Nest

‘মনিকা, ও মাই ডার্লিং’-এর সুরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নৌবাহিনীর আধিকারিকদের, বিতর্ক

Monica oh my Darling

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুশীলন চলছে। নয়াদিল্লির বিজয় চকে। নৌ সেনার পোশাকে অনুশীলনে অংশ নিয়েছেন সেনা জওয়ানরা। সেখানে কী গান বাজছে? শুনে আপনিও চমকে উঠবেন। ‘মনিকা ও মাই ডার্লিং।’ স্বাভাবিক ভাবেই সেই ভিডিয়ো নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

শনিবার সেই ভিডিয়ো কেন্দ্রীয় সরকারের ‘MyGovIndia’ টুইটার হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়। সেই ভিডিয়োর সঙ্গে লেখা হয়, ‘কী দুর্দান্ত দৃশ্য। এই ভিডিয়োয় নিশ্চিতভাবে আপনার মধ্যে শিহরণ জাগাবে। আমাদের সঙ্গে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস দেখতে তৈরি তো আপনি?’

আরও পড়ুন: Marital Rape: বৈবাহিক ধর্ষণ মৌলিক অধিকারের পরিপন্থী, ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ

ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর আধিকারিকরা উর্দি পরে আছেন। হাতে আছে রাইফেল। তাঁরা বলিউডের ‘মনিকা ও মাই ডার্লিং’-এর সুরে ঝড় তোলেন। তাল মেলাতেও দেখা যায়। অনেকেই সেই ভিডিয়োয় আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, উর্দি পরে এরকম ঘটনা শোভা পায় না।

এক নেটিজেন বলেন, ‘শিহরণ জাগাচ্ছে? এটা কি আর্মির ব্যান্ড নাকি বিয়ের ব্যান্ড?’ অপর এক নেটিজেন আবার বলেন, ‘সারে জাঁহা সে আচ্ছায় শিহরণ জাগে। এটায় নয়। সরি। ছিঁটেফোটা শিহরণ জাগেনি। আর কী বাজছিল? দুনিয়া মে লোগো কো ধোঁকা কভি হো যাতা হ্যা? আসলে প্রচুর ধোঁকা হয়েছে। হিন্দিতে গান কম পড়লে বাংলায় অনেক দেশাত্মবোধক গান আছে। সেগুলি বাজানো যেত।’ অপর একজন বলেন, ‘স্যার, আমরা কোনদিকে এগিয়ে যাচ্ছি? এটা একটি অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করা হচ্ছে।’

আরও পড়ুন: Subhas Chandra Bose: ‘কদম কদম বাড়ায়ে যা’ বাজল ইন্ডিয়া গেটে, নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Exit mobile version