Site icon The News Nest

চোখে চশমা থাকে ২৪ ঘণ্টা? মেকআপের ছটি টিপসে হয়ে উঠুন গ্ল্যামারকুইন!

pretty lady with makeup 768x450 1

চোখে চড়া পাওয়ার? তাই চশমা ছাড়া উপায় নেই। কিন্তু সামনেই একের পর এক বিয়ে বাড়ি, ক্রিসমাস, নিউ ইয়ার পার্টি আরও কত কি, তাই মেক আপ করাতো মাস্ট। কিন্তু চশমায় চোখ ঢাকা পড়লে কি আর মনের মতো সাজগোজ করা যায়? এই প্রশ্ন নিশ্চয় আপনার মাথাতেও ঘুরছে?

চোখে পাওয়ার থাক কিংবা না থাক ফ্যাশন অ্যাকসেসরিজ হিসাবেও কিন্তু চশমা পরাটা একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের প্রতিবেদনে আমার সেইসব বন্ধুদের জন্য রইল এমন কিছু মেকআপ টিপস যাঁরা চশমা পরেও নিজেকে সুন্দর ভাবে নিজেদের মেলে ধরতে চান।

১) বেস মেকআপ

আরও পড়ুন: মিক্স অ্যান্ড ম্যাচের যুগে জেনে নিন, কোন শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ মানানসই…

২) ফাউন্ডেশন ও ব্লাশ
এরপরের স্টেপ হিসাবে ব্যবহার করে নিন আপনার স্কিন টোনের সঙ্গে মানানসই ফাউন্ডেশন। তারপর খুব ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিন।
অয়েল বেস ফাউন্ডেশন লাগাবেন না। এটি স্কিন অয়লি করে দেয় ফলে চশমা পিছলে নেমে আসে।
চেষ্টা করুন ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করার। চাইলে ম্যাটের বদলে ওয়াটার রেজ়িস্টান্ট ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।
হালকা পাউডার দিয়ে ফাউন্ডেশনের উপরে ভালো ভাবে ডাস্টিং করে নেবেন পারলে।
মুখে ন্যাচারাল ও ম্যাট ব্লাশ ব্যবহার করবেন বেশি স্মার্ট লুক পাবেন চশমার সাথে।
৩) কনসিলার
মেকআপের সময় গুরুত্বপূর্ণ বিষয়টি হল কনসিলার।
এমনিতে চশমা পরলে চোখের নীচে একটা ছায়া পড়ে, কিন্তু কেউ যদি মোটা ফ্রেমের চশমা পরেন তাহলে চোখের নীচের ছায়াভাব আরও গাড় হয়।
তাই এই আঁধার দূর করতে চোখের নীচে হলুদের যেকোনও শেডের কনসিলার ব্যবহার করুন।
৪) চোখের মেকআপ

৫) ভুরু

৬) ঠোঁটের মেকআপ

আরও পড়ুন: ফ্যাশন স্টেটমেন্ট! শরীরের একটি বিশেষ অঙ্গে মেহেন্দি এখন নতুন ট্রেন্ড…

Exit mobile version