Site icon The News Nest

নজর দিন অন্তর্বাসে, জেনে নিন গরমকালে কোন ধরনের পোশাক আরামদায়ক?

summer fashion 4

শীতকাল গায়েব। গরমটা বেশ পরেছে হঠাৎ করেই। সকালে অফিস যাওয়ার সময় রোদের প্রখরতায় খুব কষ্ট হয় তো? কী ধরনের পোশাক পরলে আপনি আরাম পাবেন, সেই টিপস্ দিচ্ছি আমরা।

১) গরমের জামা বললেই আপনাকে ভাবতে হবে সুতির জামার কথা। সুতির হালকা জামা সারাদিন পরে থাকলেও কোনও কষ্ট হবে না আপনার। সেক্ষেত্রে মহিলারা সুতির কুর্তি, টপ বা শাড়ি পরতেই পারেন। পুরুষরা আবার কটন শার্ট বা পাঞ্জাবির কথা ভাবতে পারেন।

২) গরমের পোশাকের ক্ষেত্রে জামার রঙ বাছাই করাটা খুব জরুরি। একদম হালকা রঙের জামা পরাই ভাল। তাতে আরাম লাগে কিছুটা। সাদা রঙ তো গরমকালে পরার জন্য পারফেক্ট রং। এছাড়াও হালকা গোলাপি, হালকা আকাশি, অলিভ গ্রীন, ক্রিম কালার বা অফ হোয়াইট রঙের পোশাকে আপনাকে বেশ লাগবে।

আরও পড়ুন: কেমন হবে এ বছরের ফ্যাশন? কী ধরনের প্যাটার্ন পাবে জনপ্রিয়তা? জানুন নতুন বছরের Fashion Trends

৩) টাইট পোশাক না পরাই ভাল। গরমে ঢিলেঢালা জামায় আরাম পাবেন অনেকটা। রোদে বেরলে অবশ্যই ফুলহাতা জামা পরবেন। অফিসে গেলে একটা জামা ক্যারি করতে পারেন, ঘামে জামা নষ্ট হয়ে গেলে, কাজে লাগবে।

৪) তবে গরমে পোশাকের কথা ভাবলে অন্তর্বাসের দিকে নজর দিন। সুতির অন্তর্বাস না পরলে সারাদিন অস্বস্তিতে কাটবে আপনার।

৫) গরমের জামার কথা শুধু ভাববেন কেন? ট্রাউসার বা প্যান্ট চেষ্টা করুন সুতি বা রেয়নের পরতে। পা আরামে থাকলে আপনিও থাকবেন আরামে।

আরও পড়ুন: গরমের সময় কোন পোশাকে ফ্যাশনেবল হয়ে উঠবেন, এক ছবিতে শেখালেন মিমি চক্রবর্তী

 

Exit mobile version