Site icon The News Nest

‘অগ্নিগোলক’! বাড়ির টবে চাষ করুন এই দারুন দেখতে ফুল, জানুন সহজ পদ্ধতি

FIRE BALL

আপনার ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাষ করতে পারেন ‘অগ্নিগোলক’ ফুল অথবা ‘ফায়ার বল’। বড় বড় লাল আকারের দেখতে হয় এই ফুল আপনার ছাদের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেবে।

নার্সারি থেকে ১০০ টাকার মধ্যেই খুব সহজে চারা পেয়ে যাবেন। ১২ ইঞ্চির একটি টবের মধ্যে এটি প্রতিস্থাপন করতে হবে তবে গাছটির সঙ্গে একটি খুঁটি দিয়ে বেঁধে দিতে পারে।

এর জন্য উচ্চ জল নিকাশি ব্যবস্থা যুক্ত মাটি প্রস্তুত করতে হবে কারণ এই গাছ কোন কারণে যদি মাটিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে সহজেই পচে মরে যেতে পারে।

আরও পড়ুন: আপনার বাড়ির টবেই ফলবে কড়াইশুঁটি! চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন

এর জন্য মাটির প্রয়োজন নদীর সাদা বালি মাটি, কোকোপিট, এবং জৈব সার জৈব সার বলতে এক বছরের প্রশ্ন গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট দিতে পারেন। ভাল করে মিশিয়ে নিয়ে মাটি তৈরি করুন।

৫ ঘন্টা রোদে অনায়াসেই রাখতে পারেন। সূর্যোদয়ের আগে কাছে ভাল করে জল দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কখনোই না জল জমে থাকে।

বাগানের অন্যান্য গাছে যেমন কীটনাশক স্প্রে করে থাকেন তেমনই কীটনাশক দিয়ে দিন। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার বাগানের গোলাপ এর পরিবর্তে ফায়ারবল খুব সুন্দর শোভা বৃদ্ধি করবে।

আরও পড়ুন: বাত ও চুলপড়ার সমস্যা থেকে মুক্তি পেতে বাড়ির টবে লাগান রোজমেরি

Exit mobile version