Site icon The News Nest

আপনার বাড়ির টবেও ফুটবে হাসনুহানা, জানুন সহজ পদ্ধতি…

hasnuhana

বাড়ির উঠোন সাজাতে খুব সহজেই বাড়িতে চাষ করতে পারেন হাসনুহানা ফুল। এই ফুলের মিষ্টি গন্ধ আপনার বাড়িকে সুগন্ধে ভরিয়ে রাখবে। তবে অনেকেই ভয় পান এই ফুলের মিষ্টি গন্ধের সাপের উপদ্রব হতে পারে। তেমনটা হয় না। তবে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। যাতে পোকামাকড়ের উপদ্রব কম হয়।

হাসনুহানা ফুল চাষ করার জন্য কাছেপিঠে কোন নার্সারি থেকে গাছের চারা কিনে আনতে পারেন। এছাড়া ফুল থেকে কালো কালো বীজ হয়, সেই বীজ থেকেও গাছের চারা হতে পারে।

সাদা রঙের লম্বা লম্বা সুন্দর ফুল হয়। তবে সকালে আপনার বাগানের ফুলের দেখা পাবেন না। রাতে ঝাঁঝালো গন্ধযুক্ত এই ফুল হয়ে থাকে।

আরও পড়ুন: বাজারে ভালো লাল শাক পাচ্ছেন না? সহজ পদ্ধতি শিখে চাষ করুন বাড়ির টবে

আরও পড়ুন: ব্যালকনি সাজাতে ঘরে নিয়ে আসুন কুঞ্জলতা, যত্ন নিন সহজ পদ্ধতিতে

Exit mobile version