Site icon The News Nest

জেনে নিন হেয়ার স্মুথিং কী? ঘরে এটি কীভাবে করা যায়?

hair smoothing

উজ্জ্বল, ঝলমলে, স্বাস্থ্যকর চুল পাওয়া আপনার তো স্বপ্ন, তাই না! কিন্তু এই সব পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়। চুলের ধরণ, চুল কত লম্বা, চুলের ঘনত্ব এই সব কিছুর ওপর নির্ভর করে আপনার চুলের স্বাস্থ্য। আর এই সবকিছুর ওপর নির্ভর করে আপনার চুলের জন্য কেমন এক্সপার্ট ট্রিটমেন্ট লাগবে। চুলের বিশেষ ট্রিটমেন্টগুলোর মধ্যে অন্যতম হল হেয়ার স্মুথিং।

হেয়ার স্মুথিং কী

হেয়ার স্মুথিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট চুলের জন্য। আপনার চুল যদি খানিক কোঁকড়ানো, ঢেউ খেলানো হয় সেক্ষেত্রে হেয়ার স্মুথিং আপনার জন্যই। এই রকম চুলের ক্ষেত্রে কিন্তু হেয়ার স্ট্রেটনিং খুব একটা কাজে দেয় না।

মূলত হেয়ার স্মুথিং পার্লারে বিশেষজ্ঞের অধীনে করা হয়, কিন্তু ঘরেও কিছু নিয়ম মেনে আপনি হেয়ার স্মুথিং করতে পারেন। এই বিশেষ ট্রিটমেন্ট আপনার চুলের কার্লি ভাব নরম রাখে, উজ্জ্বল রাখে। চুলের ‘লক’ ভাব আরও সুন্দর করে তোলে। সবচেয়ে বড় কথা, এই ট্রিটমেন্ট একবার করলে ৬ মাস পর্যন্ত কাজ দেয়।

ঘরে কীভাবে করা যেতে পারে

  1. ঘরে করার ক্ষেত্রে দু’রকম ভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন। এক হল, পার্লারের স্টাইলে আপনি ঘরে এটি করতে পারেন।
  2. দুই হল, ঘরোয়া ভাবে ঘরের জিনিস দিয়ে এই ট্রিটমেন্ট করতে পারেন। আমরা এখানে দুটি নিয়মই বলব।

আরও পড়ুন: আন্ডার আর্মে কালচে ভাব? দূর করুন এই ঘরোয়া টোটকা ব্যবহার করে…

১. ঘরে বসে পার্লারের টাচ

এক্ষেত্রে আপনার যা যা লাগবেঃ

কেরাটিন সলিউশন, ব্লো ড্রায়ার, মাইল্ড শ্যাম্পু, ফ্ল্যাট আয়রন, মোটা দাঁতের চিরুনি, হেয়ার মাস্ক।

আরও পড়ুন: চটপট মেকআপ করতে চান? জেনে নিন কি কি জিনিস দরকার আপনার…

 

 

 

 

Exit mobile version