Site icon The News Nest

Jharkhand Accident: বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত বেড়ে ১৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

jaharkhand pakur accident news 1641360822

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে (Accident) মৃত্যু (Dead) হল ১৭ জনের৷ একই সঙ্গে গুরুতর জখম হয়েছেন ২৪ জন৷ বুধবার সকালে ঝাড়খণ্ডের পাকুড়ের (Jharkhand Accident) ঘটনা৷

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) গোবিন্দপুর-সাহেবগঞ্জ রাজ্য সড়কের উপরে। যাত্রীবাহী বাসটি ৪৫-৫০ জন যাত্রী নিয়ে সাহেবগঞ্জের বাড়হাড়োয়া থেকে দেওঘরের দিকে যাচ্ছিল। সেসময় উলটোদিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক বাসটিতে ধাক্কা মারে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতার অভাবই এই দুর্ঘটনার কারণ। পুলিস আরও জানিয়েছে, মৃতরা বাসের মধ্যে আটকে পড়েন৷ দুমড়ে মুচড়ে পড়া বাস থেকে গ্যাসকাটার দিয়ে কেটে বের করতে হয় তাদের৷ গাড়ি দুটির গতি বেশি থাকায় মুখোমুখি হতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকেরা৷

আরও পড়ুন: আইএমএ-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি টুইটার হ্যাক, নাম বদলে হল ‘ইলন মাস্ক’!

তবে, সৌভাগ্যের বিষয় ট্রাকে থাকা নয়টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়নি৷ না হলে দুর্ঘটনা আরও গুরুতর হত৷ তবে, বর্তমান যে পরিস্থিতি তাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ মৃতদের চিহ্নিত করা হচ্ছে৷ সেই অনুযায়ী নিকট আত্মীয়কে খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে৷ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন সাহেবগঞ্জের বাসিন্দা, ৩ জন করে পাকুর এবং দুমকার বাসিন্দা। একজন বাংলার বাসিন্দাও রয়েছেন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। কেন্দ্র সরকারের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। রাজ্য সরকারের তরফেও মৃতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সোরেন জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: গুজরাতের শিল্পতালুকে কারখানায় বিষাক্ত গ্যাস লিক, মৃত অন্তত ৬, আহত ২০

Exit mobile version