Site icon The News Nest

Accident: ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে, বাস-গাড়ির সংঘর্ষে মৃত অন্তত ৯

accident 2

২০২২ সালের শেষদিনের ভোররাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। গুজরাটের (Gujarat) নাভাসরিতে বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হল। আহত ৩২।

শুক্রবার রাতে গুজরাতের নবসারী জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি বাস আমদাবাদের দিক থেকে আসছিল। সেই বাসে যাঁরা ছিলেন, তাঁরা প্রায় সকলেই আমদাবাদের প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে ফিরছিলেন। গত ১৪ ডিসেম্বর এই উৎসবের উদ্বোধনে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: Covid Rules: মাস্ক বাধ্যতামূলক হল এই রাজ্যে, বর্ষবরণ নিয়েও কড়াকড়ি

পুলিশ সূত্রে খবর, রাতে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ধাক্কা মারে চার চাকা এসইউভি গাড়িটিতে। গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই মারা গিয়েছেন। এ ছাড়া, বাসযাত্রীদের মধ্যেও কয়েক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা ৩২। তাঁদের মধ্যে ১১ জনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ জানিয়েছে, বাসের চালক দুর্ঘটনার পর হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। গুজরাতে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব। সেখানে উদ্‌যাপন করতে গিয়েছিলেন যাত্রীরা। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাস।

আরও পড়ুন: Heeraben Modi: প্রয়াত হীরাবেন মোদী, খালি পায়ে-কাঁপা কাঁপা হাতে শেষকৃত্য সারলেন প্রধানমন্ত্রী

Exit mobile version