Site icon The News Nest

মথুরায় নিষিদ্ধ হল মদ, মাংসের বিক্রি! দুধ বেচার পরামর্শ দিলেন যোগী

yogi

বড়সড় সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। জন্মাষ্টমীতে (Janmashtami) মথুরায় (Mathura) মদ এবং মাংসের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি। সোমবার এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জন্মাষ্টমী উপলক্ষে লখনউতে কৃষ্ণ মহোৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ যোগী আদিত্যনাথ বলেন, ‘ভারপ্রাপ্ত আধিকারিকদের এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, যাঁরা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের জীবিকা নির্বাহের জন্য বিকল্প ব্যবস্থা করতেও বলা হয়েছে৷’

যোগী আদিত্যনাথ অবশ্য মথুরার মাংস এবং মদ বিক্রেতাদের দুধ বিক্রির পরামর্শ দিয়েছেন৷ তাঁর মতে, তাহলেই মথুরার হারানো গৌরব ফিরে আসবে৷ কারণ দুধ উৎপাদনের জন্য মথুরা বিখ্যাত৷

আরও পড়ুন: আধার কার্ড না থাকার কারণে মুসলিম বিক্রেতাকে মার

তিনি বলেন, ‘বৃজ ভূমির উন্নয়নে আমরা চেষ্টার ত্রুটি রাখব না৷ অর্থের কোনও অভাব হবে না৷ আধুনিক প্রযুক্তির সঙ্গে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এই অঞ্চলের উন্নয়ন করা হবে৷’ একই সঙ্গে করোনা ভাইরাস নির্মূল করার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন যোগী৷ দেশকে নতুন দিশা দেখানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গিয়েছে তাঁর গলায়৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা যে জায়গাগুলি দীর্ঘ সময় ধরে উপেক্ষার শিকার হয়েছে, সেগুলিকে ফের নতুন করে গড়ে তোলা হচ্ছে৷

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাম্প্রতিক পরিস্থিতি বলছে, রাজ্যে নির্বাচনের আগে ফের হিন্দুত্ব ভোটে ভরসা করে কৌশল সাজাচ্ছে বিজেপি। সেই কারণে শীঘ্রই যোগীর মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। যেখানে ভোটের অঙ্কের নিরিখে মন্ত্রীপদ পাবেন বিজেপির আস্থাভাজনরা। সেই তালিকায় নাম রয়েছে, ব্রাহ্মণ মুখ জিতিন প্রসাদের। শিকে ছিঁড়তে পারে সঞ্জয় নিশাদের মতো ব্যক্তিদের।

আরও পড়ুন: হিন্দু দেবতার নামে মুসলিম দোসা বিক্রেতার দোকান! ভাঙচুর হল মথুরায়

 

Exit mobile version