Site icon The News Nest

Bank Holidays : ডিসেম্বর মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

bank closed

ব্য়াঙ্কের ছুটি ব্যাঙ্ক গ্রাহকদের একটা মাথাব্যথার কারণ। অনেকেরই অনেকরকম জরুরি কাজ থাকে, যা সম্পূর্ণ ভাবে ব্যাঙ্ক-নির্ভর। ফলে ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক রকম অসুবিধা হয়। এই ডিসেম্বরে সমস্ত পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে মোট ১২ দিন ছুটি থাকবে। এর মধ্যে অবশ্য উইকেন্ডও পড়ে গিয়েছে। রয়েছে ক্রিস্টমাসও। কেননা, ক্রিস্টমাস পড়েছে শনিবার, যেটি ঘটনাচক্রে ফোর্থ স্যাটার ডে। ফোর্থ স্যাটার ডে ব্যাঙ্ক বন্ধ।

আরবিআই এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আলাদা আলাদা রাজ্যে বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ দিন অনুযায়ী ব্যাঙ্কের আলাদা আলাদা দিন ছুটি থাকে ৷

ডিসেম্বর ২০২১-এ Bank Holidays

৩ ডিসেম্বর- পানাজিতে ফেস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৫ ডিসেম্বর- রবিবার

১১ ডিসেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে

১২ ডিসেম্বর- রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরও পড়ুন: দরিদ্রতম রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ; গরিব তকমা পাওয়া প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে চারটি বিজেপি বা তাঁদের জোটের

১৮ ডিসেম্বর- শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৯ ডিসেম্বর- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৪ ডিসেম্বর- ক্রিসমাসে আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৫ ডিসেম্বর- বেঙ্গালুরু ও ভুবনেশ্বর ছাড়া সমস্ত জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৬ ডিসেম্বর- রবিবার

২৭ ডিসেম্বর- ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩০ ডিসেম্বর- শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩১ ডিসেম্বর- আইজলে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে

আরও পড়ুন: Omicron Guideline: নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নয়া গাইডলাইন কেন্দ্রের, নির্দেশ রাজ্যগুলিকেও

Exit mobile version