Site icon The News Nest

‘যাঁরা আসল দুধ খায়নি, তাঁরা সোনা পাবে কী করে?’ নিজের দাবিতে অনড় দিলীপ ঘোষ

dilip 3

গরুর দুধে ‘সোনা’র হদিশ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বছর দুয়েক আগে বর্ধমানে ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র সভায় তিনি দাবি করেছিলেন, ‘‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।’’ দিলীপের সেই ‘তত্ত্ব’ শুনে বিজ্ঞানী-বিশেষজ্ঞদের একটা বড় অংশেরই চক্ষু চড়কগাছ হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু শুক্রবার হঠাৎ ফের সেই গরুর দুধে সোনা-তত্ত্ব নিয়ে হাজির হলেন দিলীপ। দাবি করলেন, ‘যাঁরা আসল দুধ খায়নি, তাঁরা সোনা পাবে কী করে?’

শুক্রবার বিজেপির রাজ্য দফতরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কলকাতা বা তার আশেপাশের জেলাগুলিতে গো-পালন প্রায় হয়ই না। আমরা প্যাকেট দুধ খাচ্ছি। আমি বলেছিলাম, দুধে সোনা পাওয়া যায়। অনেকে তার বিরোধিতা করেছেন, কিন্তু যারা আসল দুধই খাননি, তারা সোনা পাবেন কী ভাবে?’

আরও পড়ুন : দিল্লিতে খুলছে স্কুল, বুধবার থেকেই দু’টি ধাপে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে, তৃতীয় ওয়েবের ভয়ে দ্বিধায় অভিভাবকরা

রাজ্য BJP সভাপতির মুখে ফের এহেন মন্তব্য শুনে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গোরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখব।’ এর আগে বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়।’

তিনি দাবি করেছিলেন, গোরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। দেশি গোরুর কুঁজে থাকা স্বর্ণনাড়িতে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়।’ BJP রাজ্য সভাপতির মন্তব্যে হাসির রোল উঠেছিল নেটদুনিয়ায়। এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ দাবি বলেন, ‘বিদেশি গোরু গো মাতা নয় আর তারা তো হাম্বা হাম্বাও ডাকে না।’ এই মন্তব্যের পরেই মিমের বন্যা বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Exit mobile version