Site icon The News Nest

Budget-2023: আরও দামি হচ্ছে সোনা-রুপোর গয়না, সস্তা হচ্ছে মোবাইল-টিভি

gold 4

বাজেটে সোনা, প্ল্যাটিনাম, রূপোর উপর আমদানি শুল্ক বাড়ছে। কম্পাউন্ডেড রবারের উপর আমদানি শুল্ক বাড়ল। সিগারেটের উপর কর বাড়ছে। ফলে বাড়বে দাম। করে ছাড়। দাম কমবে ইলেকট্রিক গাড়ি। দাম কমতে পারে বায়োগ্যাসের। মোবাইলের যন্ত্রাংশের, টেলিভিশনের যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ক্যামেরার লেন্স, ব্যাটারি, খেলনা শুল্কে ছাড়। কমতে দেশে তৈরি মোবাইলের দাম। কিচেন চিমনির উপর কর ছাড়। শিল্পে ব্য়বহৃত অ্যালকোহলে কর ছাড়।

আরও পড়ুন: Hindenburg: ‘জাতীয় পতাকার আড়ালে ভারতকে লুটছেন’! আদানির আক্রমণের পালটা হিন্ডেনবার্গের

আরও পড়ুন: Haifa Port: ৯৮১ কোটি টাকায় ইজরায়েলের বন্দর অধিগ্রহণ আদানির, হস্তান্তর অনুষ্ঠানে হাজির নেতানিয়াহু

Exit mobile version