Site icon The News Nest

সূচ-বিহীন প্রথম ভ্যাকসিন ভারতে, জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেল জাইডাস ক্যাডিলা

Zydus Cadila

করোনা ঢেউ এখনও অব্যাহত দেশে। এমতবস্থায় আরও এক করোনা টিকাকে ছাড়পত্র দিল ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। জরুরি ভিত্তিতে জাইডাস ক্যাডিলার ৩টি ডোজের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। আগামী অক্টোবর মাসের মধ্যে এই টিকার ব্যবহার শুরু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

তিন ডোজ়ের এই টিকা দিতে অবশ্য চামড়ায় সূচ ফোটানোর প্রয়োজন হবে না বলেই জানা গিয়েছে।করোনার বিরুদ্ধে এই জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের কার্যকারিতার হার প্রায় ৬৬.৬ শতাংশ। ক্লিনিকাল ট্রায়ালে কিছু ক্ষেত্রে অবশ্য সাফল্যের হার ৭০ শতাংশেরও বেশি। যেহেতু জাইডাস ক্যাডিলাই সবার প্রথম ডিএনএ ভিত্তিক কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, তাই এই ভ্যাকসিন ১২ বছরের উর্ধ্বদের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। জরুরি ভিত্তিতে ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র পাওয়ার পর যদি সাধারন ব্যবহারেও ছাড়পত্র দেওয়া হয়, তবে এটি হবে দেশের ষষ্ঠ ভ্যাকসিন। ইতিমধ্যেই কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।  এবারে ছাড়পত্র মিলল ZyCoV-D-র।

আরও পড়ুন:  সুস্মিতা দেব দল ছাড়তেই গণ ইস্তফা কংগ্রেসে, এবার বরাক উপত্যকায় ঘাসফুলের দোলা

করোনার তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের সুরক্ষিত করতে তৎপর মোদী সরকার। তড়িঘড়ি জাইডাস ক্যাডিলা ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। ড্রাগ রেগুলেটরের পক্ষ থেকে জানানো হয়েেছ এক্সপার্ট কমিটি জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছিল।

প্রসঙ্গত, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কিছুটা বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। মৃত্যু পরিসংখ্যান নিয়ে চিন্তা রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের। যা গতকালের থেকে অনেকটা বেশি।

আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদ বিশ্বাসকে গুঁড়িয়ে দিতে পারে না’, তালিবানি তাণ্ডবের আবহে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

Exit mobile version