Site icon The News Nest

Hijab Row: দেশপ্রেম! কর্নাটকে তেরঙ্গার বদলে কলেজে উড়ল গেরুয়া নিশান

hijab row

হিজাব বিতর্কে নয়া মোড়। কর্ণাটকের একটি কলেজে ভারতের জাতীয় পতাকার (Indian National Flag) বদলে গেরুয়া নিশান ওড়ানোর অভিযোগ উঠল এবার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি তরুণ একটি খুঁটির ওপর উঠে একটি গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে। সেখানে থেকে সরিয়ে ফেলা হয়েছে দেশের জাতীয় পতাকা। এই ঘটনায় চরম উল্লাসে ফেটে পড়েছে কলেজে জড়ো হওয়া বাকি তরুণরা। কলেজে জড়ো হওয়া তরুণদের হাতে ছিল গেরুয়া পতাকা আর গলায় ছিল গেরুয়া শাল। সেই সঙ্গে চলছে উন্মত্ত ‘জয় শ্রীরাম’ স্লোগান।

হিজাবকাণ্ড ঘিরে এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল শিমোগা। পাথর ছোড়ার ঘটনার পর থেকেই এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কর্নাটক কংগ্রেসের নেতা ডিকে শিবকুমার। তিনি বলেন, ‘কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলির ওপর কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের। কলেজে থেকে জাতীয় পতাকা সরিয়ে দেওয়ার ঘটনারও তীব্র নিন্দা করেছেন তিনি। বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।’

আরও পড়ুন: Hijab Politics: সরকারি কলেজে পোশাক নির্দেশিকা জারি কর্নাটক সরকারের, বিক্ষোভ রাজ্যজুড়ে

অন্যদিকে, কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা (Karnataka Hijab Row) নিয়ে হাইকোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে ছিল রাজ্য সরকার থেকে শুরু করে শিক্ষক মহল এবং পড়ুয়ারা৷ কিন্তু হিজাব পরার অনুমতি চেয়ে হাইকোর্টে দায়ের হওয়া পিটিশনের নিষ্পত্তি বুধবার সিঙ্গল বেঞ্চে হল না৷ বিচারপতি কৃষ্ণ দীক্ষিতের সিঙ্গল বেঞ্চ (Karnataka HC Single Bench Judge Krishna Dixit) বিতর্কিত মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন৷ তিনি কোনও অন্তর্বর্তী নির্দেশও দিতে চাননি৷ জানিয়েছেন, অন্তর্বর্তী নির্দেশের ব্যাপারে বৃহত্তর বেঞ্চ যা সিদ্ধান্ত নেওয়ার নেবে৷

আরও পড়ুন: Dev: গরুপাচার মামলায় সাংসদ-অভিনেতাকে নোটিস CBI-এর, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

 

Exit mobile version