Site icon The News Nest

ফাইজারের ৩ ডোজ নিয়েও ওমিক্রন আক্রান্ত মুম্বইয়ের যুবক, বাড়ছে উদ্বেগ

Omicron B11529

ওমিক্রন নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে দেশে। শুক্রবারই করোনা নয় প্রজাতিতে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পেরিয়েছে। শুধু তাই নয়, মুম্বইতে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি, যিনি করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে,শুক্রবার নিউইয়র্ক থেকে ফিরে আসা ২৯ বছর বয়সি এক যুবকের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।

তবে ওই যুবক একেবারেই উপসর্গহীন। জানা গিয়েছে তিনি ফাইজার করোনা ভ্যাকসিনের তিনটি ডোজই নিয়েছিলেন। ৯ নভেম্বর তিনি বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন। এরপর নমুনাগুলি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সেখানে ওই যুবকের দেহে নয়া ভ্যারিয়েন্টটি পাওয়া যায়। বিএমসির তরফে জানান হয়েছে, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোগীকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও কোনও উপসর্গ নেই।”

আরও পড়ুন: এবার Aadhaar-ভোটার কার্ড লিঙ্ক হবে, মোদী সরকারের বড় পদক্ষেপ

এদিকে শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশের ১১ রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ১০১। এক সাংবাদিক বৈঠকে আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গভ বলেন, এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে হবে। জমায়েত করা চলবে না। আমরা করোনার অ্যান্টি-ভাইরাল ট্যাবলেট নিয়ে আলোচনা করছি। আমরা দেখতে পেয়েছি যে, এই ওষুধ একদম প্রাথমিক স্তরেই দিতে হবে। চিকিৎসা শুরুর আগেই। তবে, এই ওষুধ কতটা উপকারে আসবে সেই সংক্রান্ত বৈজ্ঞানিক নথি এখনও নেই।

এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৮ জন। প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৪ হাজার ৫৬৫ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৭১ হাজার ৪৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৭০৬ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।

 

আরও পড়ুন: হল না ভোট! মধ্যপ্রদেশে গ্রামপ্রধানের পদ বিক্রি হল ৪৪ লাখ টাকায়

Exit mobile version