Site icon The News Nest

Margaret Alva: বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা, ঘোষণা পাওয়ারের

Margaret Alva

বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। রবিবার একথা জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে এদিন দুপুর ৩টে নাগাদ এনসিপি নেতা শরদ পাওয়ারের বৈঠকে বসে বিজেপি বিরোধী ১৭টি রাজনৈতিক দল৷ যদিও সেই বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠায়নি তৃণমূল৷ দলের তরফে জানানো হয়েছে, ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত সাংসদরা৷ সূত্রের খবর, ২১ জুলাই শহীদ সমাবেশের পর বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বাংলার শাসক দলের অবস্থান ঠিক করা হবে৷

১৯৬৯ থেকে রাজনৈতিক যাত্রা শুরু মার্গারেট আলভার। দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৪ এর পর থেকে দীর্ঘ সময় ধরে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। সামলেছেন কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রক। ১৯৯৯ সালে লোকসভার সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৯ অবধি সামলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ। ২০০৯ থেকে ২০১২ অবধি ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল। ২০১২ থেকে ২০১৪ এর ৫ অগাস্ট অবধি সামলেছেন রাজস্থানের রাজ্যপালের পদ।  বিশেষ সময়ের জন্যে সামলেছেন গুজরাত এবং গোয়ার রাজ্যপালের পদও সামলেছেন।

আরও পড়ুন: Landslide: ধানবাদের কাছে নির্মীয়মাণ আন্ডার পাসে দুর্ঘটনা, নিহত চার, চলছে উদ্ধার কাজ

শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের তরফে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি৷ এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রথম তাদের বাছাই করা প্রার্থী তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম ঘোষণা করে৷ তারপর বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সামনে আনে৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগে জানলে তিনি ভেবে দেখতেন৷

অর্থাৎ বিজেপি আগে তাদের প্রার্থীর নাম ঘোষণা করলে তিনি দ্রৌপদীকে সমর্থন করার কথা চিন্তাভাবনা করতেন৷ কিন্তু যশবন্তের নাম ঘোষণা হয়ে যাওয়ায় সেই সুযোগ আর ছিল না৷ তাই এবার বিরোধীরা আগে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় ছিল৷ এনডিএর প্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণার পরদিনই বৈঠকের বসে বিরোধী শিবির। সেখানে তিনটি নাম নিয়ে আলোচনা হয়। চূড়ান্ত হয় মার্গারেট আলভার নাম।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: আইনজীবী থেকে বিধায়ক-মন্ত্রী-রাজ্যপাল, চিনুন এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থীকে

Exit mobile version