Site icon The News Nest

Maharshtra: ভিতরে পা, বাইরে বাকি শরীর, চলতে শুরু করল স্কুলের লিফট! মৃত্যু শিক্ষিকার

TEACHER

লিফটে আটকে গিয়েছিল শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করল সেটি। গুরুতর আহত হয়ে কিছু সময় পরেই মারা যান ২৬ বছরের স্কুলশিক্ষিকা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার উত্তর মুম্বইয়ের মালাডে এক স্কুলে ঘটেছে। পুলিশ জানিয়েছে, বছর ২৬- এর যেনেল ফার্নান্ডেজ সেদিন দুপুর ১টা নাগাদ লিফটের জন্য স্কুল বিল্ডিংয়ের সাত তলায় অপেক্ষা করছিলেন। আসার কথা ছিল তিন তলার স্টাফ রুমে। লিফট এসে পৌঁছতেই সবে তার মধ্যে পা রাখেন তিনি। পুরোপুরি ঢোকার আগেই দরজা বন্ধ হয়ে উঠতে শুরু করে লিফটি।

আরও পড়ুন: Secunderabad: বাইকের শোরুম থেকে আগুন ছড়িয়ে পড়ল হোটেলে, অগ্নিদগ্ধ হয়ে আট জনের মৃত্যু

দেওয়াল এবং লিফটের মধ্যে আটকে যান ওই তরুণী শিক্ষিকা। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং পড়ুয়ারা। তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। লিফটে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্কুলের শিক্ষাকর্মী থেকে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দুর্ঘটনার জন্য কে দায়ী? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: Viral Video: ৬০ ছাত্রীর স্নানের ভিডিয়ো ছড়িয়ে দিল সহপাঠী, আত্মহত্যার চেষ্টা আট জনের

Exit mobile version