Site icon The News Nest

ফের ভেঙে পড়ল বায়ুসেনার ‘ফ্লাইং কফিন’ মিগ-২১ যুদ্ধবিমান, মৃত্যু পাইলটের

mig

কুন্নুরের কপ্টার দুর্ঘটনার (Coonoor Chopper Accident) স্মৃতি এখন দগদগে৷ এর মধ্যে ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান৷ শুক্রবার রাতে রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান (MIG-21)৷ ককপিটে ছিলেন উইং কমান্ডার হরশিত সিনহা৷ তাঁর মৃত্যু হয়েছে৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ সন্ধ্যায় রাজস্থানের জয়সলমেরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় বায়ুসেনার মিগ-২১ বিমানটি। পরে জানা যায়, জয়সলমীরের স্যাম পুলিশ স্টেশন এলাকার ডেসার্ট ন্যাশনাল পার্কের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন বিমানটির পাইলট উইং কমান্ডার হরসিত সিনহা৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ৷ নিখোঁজ পাইলটের খোঁজে চলে তল্লাশি৷ পরে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি৷ বায়ুসেনাও পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করে৷ টুইট করে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, উইং কমান্ডার হরশিত সিনহার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: ছত্তিশগড়ের পুরভোটেও মোক্ষম ধাক্কা খেল বিজেপি, জিতল কংগ্রেস

চলতি বছর একাধিক মিগ-২১ বিমানের দুর্ঘটনার খবর সামনে এসেছে৷ তারপরই মিগ-২১ এর নাম দেওয়া হয় ‘ফ্লাইং কফিন’৷ পরিসংখ্যান বলছে, ১৯৭১ থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ৪৮২টি মিগ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়৷ দুর্ঘটনায় ৩৯ নাগরিক, ১৭১ পাইলটের মৃত্যু হয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ যান্ত্রিক ক্রুটি৷

গত মে মাসে বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়েছিল একটি মিগ-২১ বিমান। প্রসঙ্গত, চলতি বছরে এনিয়ে চারটি মিগ-২১ বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। গত মার্চ মাসে ভেঙে পড়ে একটি মিগ-২১ বাইসন (MiG-21 Bison) যুদ্ধবিমান। নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয় সেটি। ওই ঘটনায় মৃত্যু হয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এর আগে জানুয়ারি মাসে রাজস্থানের (Rajasthan) সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে চালক প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন: শেয়ার বাজারে ‘ওমিক্রন’ হানা! ফের পতন নিফটি এবং সেনসেক্সের

Exit mobile version