Site icon The News Nest

President Of India: ভারতের রাষ্ট্রপতির কত বেতন? ক্ষমতা কতটা? আর কী কী সুবিধা পান ভারতের রাষ্ট্রপতি

raisina hill

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন। আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে ১৪তম রাষ্ট্রপতির মেয়াদ। তার পরেই শপথ নেবেন দ্রৌপদী।

জানুন কি কি সুবিধা পেয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি

আরও পড়ুন: Rupee at Record Low: নিম্নগতির নতুন রেকর্ড! ডলার পিছু টাকার দাম ৮০ টাকা

কী কী অধিকার থাকে রাষ্ট্রপতিদের হাতে?

ইতিহাস অবশ্য বলছে, এখনও পর্যন্ত দেশের অধিকাংশ রাষ্ট্রপতিই মূলত রাবার স্ট্যাম্পের মতো কাজ করেছেন। যে যখন কেন্দ্রে শাসকের আসনে থেকেছে, রাষ্ট্রপতিকেও তাঁদের অনুগ্রহ মেনেই কাজ করতে হয়েছে রাষ্ট্রপতিদের।

আরও পড়ুন: Accident: বৃষ্টিভেজা রাস্তায় পিছলে গেল অ্যাম্বুল্যান্স, মুহূর্তে বলি ৪,ভয়াবহ দৃশ্য ভিডিয়োবন্দি

Exit mobile version