Site icon The News Nest

Rahul Gandhi: রাহুল রাম, পাদুকা বইছে কংগ্রেস কর্মীরা! হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ

rahulgandhi

সাম্প্রতিককালে দেশে অন্যতম বিতর্কের বিষয় হল রাম। আর সেই বিতর্কে এবার নতুন করে ঘৃতাহুতি পড়ল কংগ্রেস নেতার মন্তব্যে। রাহুল গান্ধীকে ‘রাম’ তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। শুধু তাই নয়, ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে রাহুল গান্ধীকে ‘সুপারম্যান’ আখ্যাও দিয়েছেন তিনি। এছাড়া নিজেকে রামের ‘খড়ম’ (পাদুকা) বলেছেন প্রবীণ কংগ্রেস নেতা।

দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা করছেন রাহুল। তাঁর এই উদ্যোগের প্রশস্তি করে সলমন বলেন, ‘‘রাহুল গান্ধী এক অতিমানব। আমরা সবাই শীতে জবুথবু হয়ে রয়েছি। গায়ে জ্যাকেট চাপিয়েছি। আর রাহুল শুধু একটা টি-শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে পড়ছেন যাত্রায়।’’ একটু থেমে কংগ্রেস নেতার সং‌যুক্তি, ‘‘উনি তপস্বী।’’ এর পর ওয়েনাডের সাংসদের সঙ্গে রামের তুলনা টানেন প্রবীণ কংগ্রেস নেতা। বলেন, ‘‘খড়ম পায়ে ভগবান রাম অনেক দূর গিয়েছিলেন। সেই খড়ম নিয়ে ভরত সেই জায়গায় রেখেছিলেন, যে খানে রাম ছিলেন না। ভরতের মতো আমরাও খড়ম নিয়ে উত্তরপ্রদেশ যাচ্ছি। এখন খড়ম পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশেও। এ বার রামজি পৌঁছে গেলেন বলে।’’

আরও পড়ুন: Viral Video: ‘আমাকে বিয়ে করবে?’ প্রশ্ন শুনেই প্রেমিকার মুখে লাথি যুবকের

রামায়ণের সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’র যোগ সূত্র টেনে তিনি রাহুল গান্ধীকে ‘সুপারহিউম্যান’ তকমাও দিয়েছেন। পাশাপাশি কংগ্রেসকে রামায়ণের ‘ভরত’ বলে আখ্যা দিয়েছেন খুরশিদ। যদিও ভগবান রামকে নিয়ে কংগ্রেস নেতা সলমন খুরশিদের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক টুইট করে বলেন, “কংগ্রেসের এই মন্তব্য লজ্জাজনক।”

সলমনের মন্তব্যকে ‘হিন্দুত্বের অপমান’ বলে টুইট করেন বিজেপি নেতা শেহজাদ পুণেওয়ালা। তিনি টুইটে লেখেন, ‘‘সলমন খুরশিদ রাহুল গান্ধীকে ভগবান শ্রীরামের সঙ্গে এবং নিজেকে ভরতের সমতুল্য করেছেন! এটা মর্মান্তিক! উনি কি অন্য ধর্মের ঈশ্বরের সঙ্গে কাউকে তুলনা করার সাহস করবেন? রামজির অস্তিত্ব অস্বীকার করার পর রাম মন্দির অবরোধ করা, আর এখন হিন্দু ধর্মের অবমাননা করা হল!’’

আরও পড়ুন: Rahul Gandhi: দিল্লির হাড়কাঁপানো ঠান্ডায় শুধু T Shirt! শীত করছে না? রাহুলের জবাব…

Exit mobile version