Site icon The News Nest

শেয়ার বাজারে ‘ওমিক্রন’ হানা! ফের পতন নিফটি এবং সেনসেক্সের

share market 2 20064473

ফের ব্যাপক ধস শেয়ার বাজারে। গত মাসে প্রথমবার করোনার (CoronaVirus) নতুন স্ট্রেন ওমিক্রনের হদিশ মেলার পর সেনসেক্স এবং নিফটিতে বিরাট পতন দেখেছে বম্বে স্টক এক্সচেঞ্জ। সেই ওমিক্রন এদেশের মাটিতে প্রভাব বাড়াতেই তার সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় অনেকটা পড়ল সেনসেক্স এবং নিফটির সূচক।

সপ্তাহের প্রথম কাজের দিন বাজার খোলার পরে সেনসেক্স ১,১০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি ৩৩৯ পয়েন্ট খুইয়ে নেমে আসে ১৬,৬৫০-এরও তলায়। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান, কোরিয়া, হংকং-সহ বিভিন্ন দেশে শেয়ার সূচকের পতন খবর পাওয়া গিয়েছে সোমবার।

আরও পড়ুন: Pegasus Row: মমতা সরকারের গঠিত তদন্ত কমিশনে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ

বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রভাব চলতি সপ্তাহে শেয়ার বাজারের উপরে কতটা পড়ে সে দিকে তাকিয়ে ছিল সংশ্লিষ্ট মহল। সোমবার সকালে লেনদেন শুরু হতেই দেখা গেল দ্রুত মাথা নামাচ্ছে সূচক। এক সময় সেনসেক্স ১,১০৮ পয়েন্ট খুইয়ে নেমে আসে ৫৫,০০৩-এ। পরে সামান্য বাড়ে সূচক।

উল্লেখ্য, লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে রক্তাক্ত দিনের আশঙ্কা দালাল স্ট্রিটে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের ফলে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন না। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।

আরও পড়ুন: পঞ্জাবে ফের নিশান সাহিবকে অবমাননার অভিযোগ! গণপিটুনিতে মৃত্যু আর এক অভিযুক্তর

 

Exit mobile version