Site icon The News Nest

তাপপ্রবাহে তপ্ত বিশ্ব! সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড ডেথ ভ্যালির

death

Death Valley National Park, California US, on July 10, 2020. (Photo by Karla Ann Cote/NurPhoto via Getty Images)

মহামারী আবহে উষ্ণায়নে কোনও বিরাম নেই। পাল্লা দিয়ে বেড়ে চলেছে পৃথিবীর তাপমাত্রা। আর তা যেন আছড়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার এই ডেথ ভ্যালিতে।  মৃত্যু উপত্যকা (Death Valley) । পৃথিবীর অন্যতম উত্তপ্ত জায়গা বলে পরিচিত। সেখানেই এ বছর রেকর্ড করা হল সবচেয়ে বেশি তাপমাত্রা – ১৩০ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ৫৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেড।

গত শনি ও রবিবার এই এলাকা নাকি সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে ছিল। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, এই মারাত্মক উষ্ণতা এবং তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে যেভাবে মানুষজন বিদ্যুতের ব্যবহার করেছেন, তাতে পাওয়ার গ্রিডের উপর চাপ পড়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তার পিচ নাকি গলে যাওয়ার অবস্থা হয়েছিল।

আরও পড়ুন: করোনা নাকি! ‘অজানা রোগে’ ছোট ভাইকে হারালেন মার্কিন প্রেসিডেন্ট

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ায় শনিবার ‘ফায়ারনাডো’ দেখা গিয়েছে। এটি হচ্ছে আগুনের টর্নেডো যা শুষ্ক ও প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে অনেক সময় তৈরি হয়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা ও উটাহ এলাকার বাসিন্দাদের বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়।

এর আগে বিশ্বে সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রার নির্ভরযোগ্য রেকর্ডটিও এই ডেথ ভ্যালিতেই, ২০১৩ সালে। তখন রেকর্ড করা হয়েছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা, ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড নথিভুক্ত হয় ১৯১৩ সালের ১০ জুলাই। সেটাও এই ডেথ ভ্যালিতেই। যদিও সেই তথ্য নিয়ে বিতর্ক রয়েছে। বর্তমানকালের অনেক আবহবিদ মনে করেন যে সেই বছরের গ্রীষ্মের আরও কিছু রেকর্ডের মতো ওই তথ্যে ভুল রয়েছে।

আরও পড়ুন: মিলল কোভিডের থেকেও ১০ গুণ বেশি মারাত্মক করোনাভাইরাস প্রজাতি!

Exit mobile version