Site icon The News Nest

ভেঙে পড়া পাক বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার ৩ কোটি টাকা !

করাচি: করাচিতে ভেঙে পড়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানের ধ্বংসস্তূপ থেকে নগদ প্রায় ৩ কোটি টাকা উদ্ধার করেছেন তদন্ত এবং উদ্ধারকারীরা।কোনও বিমানের ধ্বংসাবশেষ থেকে এত টাকা উদ্ধারের ঘটনা আগে কবে ঘটেছে, তা কেউই মনে করতে পারছেন না ৷

মোট ৯৯ জন আরোহী-সহ ভেঙে পড়েছিল বিমানটি। ৯ শিশু-সহ মৃত্যু হয় ৯৭ জনের।২২ মে করাচি বিমান বন্দরের খুব কাছে একটি কলোনিতে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ বিমান ৷ মাত্র ২ জন যাত্রীই এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন ৷ 

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ‘ব্যর্থ’, অনুদান বন্ধের পর WHO-র সঙ্গে সম্পর্ক ছেদ ট্রাম্পের

বৃহস্পতিবার পাক প্রশাসনের এক আধিকারিক এই কথা জানান ৷ উদ্ধারকারী এবং তদন্তকারী দল বিভিন্ন দেশের মুদ্রা সমেত দুটি ব্যাগ উদ্ধার করেন ৷ যার মোট মূল্য ৩ কোটি টাকার সমান বলে জানিয়েছেন তাঁরা ৷

এখন প্রশ্ন উঠছে, বিমানবন্দরের কড়া নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে কী ভাবে কোনও যাত্রী এত টাকা সঙ্গে করে নিয়ে বিমানে ওঠেন ? এই বিপুল পরিমাণ অর্থ কী ভাবে ওই PIA-র বিমানে তোলা হল, তা নিয়ে তদন্তে নেমেছেন অফিসাররা ৷

বিমানবন্দরের নিরাপত্তা এবং ব্যাগ স্ক্যানার ব্যবস্থা এড়িয়ে কীভাবে ওই বিপুল পরিমাণ টাকা দুর্ঘটনাগ্রস্ত বিমানে আনা হয়েছিল তা ভেবে বিস্মিত তদন্তকারী আধিকারিকরা।এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন বিমানের যাত্রীদের দেহ এবং লাগেজ শনাক্ত করার প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব সেগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

গত শুক্রবারের দুর্ঘটনা পাকিস্তানের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বড় বিমান দুর্ঘটনা। এর আগে গত ২০১৬ সালের ৭ ডিসেম্বর চিতরাল থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে মাঝপথে ভেঙে পড়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ATR-৪২ এয়ারক্রাফ্ট।

আরও পড়ুন: করোনাক্রান্ত ১০৩ বছরের জেনি সুস্থ হয়েই বললেন, ‘এক বোতল ঠাণ্ডা বিয়ার খাবো।’‌‌

Exit mobile version